বিজ্ঞাপন

সুযোগ পেলে ভালো কিছু করতে চাই: আরিফুল

May 14, 2018 | 7:33 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বিপিএলে খুলনা টাইটানসের হয়ে ফিনিশারের ভূমিকায় দারুণ করেছিলেন। সেই পারফরম্যান্সই পরে আরিফুল হককে জায়গা করে দিয়েছিল জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টি-টোয়েন্টিতে সুযোগও পেয়েছিলেন। তবে বড় কিছু করতে পারেননি। এরপর অবশ্য প্রিমিয়ার লিগ ও বিসিএলে ব্যাট-বল দুইটিতেই নিজেকে প্রমাণ করে চলেছেন আরিফুল। তবে এই অলরাউন্ডার বলছেন, সুযোগ পেলে আরও ভালো কিছুই করতে পারবেন।

শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষের দিকে সুযোগ পেয়ে ১ বল খেলতে পেরেছিলেন আরিফুল। সিলেটের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য ভালো কিছু করার সুযোগ এসেছিল, তবে ৩ বলে ২ রান করে আউট হয়ে গিয়েছিলেন। আরিফুল নিজের অলরাউন্ডার সামর্থ্যেরও প্রমাণ দিয়েছেন এরপর, বিসিএলের এক ম্যাচে ৪ উইকেটও পেয়েছেন। আর ব্যাট হাতে সামর্থ্য তো জানিয়েছেন আগেই। আফগানিস্তান সিরিজে তাই দলে থাকার আশা করতেই পারে আরিফুল।

তাতে, কীভাবে প্রস্তুতি নিচ্ছেন আরিফুল? জানালেন, ‘আমাদের বিপক্ষে যারা যারা বোলিং করবে তাদের আইপিএলে খেলা দেখছি। আফগানিস্তানের বিপক্ষে আমাদের খেলতে হবে। তাদের ভালো বোলারদের মধ্যে মুজিব আছে। তাকে আমরা ওইভাবে দেখিনি। রশিদ খানকে বিপিএলে দেখেছি। সব মিলিয়ে ওদের কীভাবে খেলা যায় তা নিয়ে প্রস্তুতি নিচ্ছি। আর ছোট ফরম্যাটের জন্য আফগানিস্তান ভালো দল। ওদের বোলিং ভালো। ব্যাটিং আমার মনে হয় না অতটা ভালো। আমাদের দুইটা দিকই ভালো। ওদের বোলাররা দুজন খেলে (আইপিএলে)। ব্যাটসম্যানরা কেউ খেলে না। তো আসলে সিরিজতা জমজমাট হবে। ওদের বোলিং নিয়ে প্লান করছি। আমার মনে হয় তিনটাতেই আমরা জিতব।’

বিজ্ঞাপন

পেস অলরাউন্ডার হয়ে উঠার সুযোগকে কাজে লাগাতে চান আরিফুল, ‘আমার লক্ষ্য হলো জাতীয় দলে থিতু হওয়া। কারণ আমি এখনো থিতু না। তারপর আমার যেটা ভূমিকা তাতে পরিস্থিতি নির্ভর করবে কোথায় ব্যাট করব, কীভাবে ব্যাট করব। সব ডিফেন্ড করে আমাকে আসলে জাতীয় দলে পাকাপোক্ত অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করে নিতে হবে। ঘরোয়া ক্রিকেটে বোলিং করি, জাতীয় দলে সে সুযোগ এখনো হয়নি। বিপিএলেও ওইভাবে সুযোগ হয়নি। যদি সুযোগ পাই আমার আগের সব অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব। আর আমি যখন ব্যাট করতে নামি তখন চিন্তা থাকে বাজে বল পেলে মারব। ডট বলব করব না, স্ট্রাইক রোটেট করব। বিগ শট বলতে আমি চিন্তা করি শেষ করার। এতে শেষ পর্যন্ত খেলতে হয়। শেষের দিকে নিয়ে গেলে আমি দুই তিন ওভার মেরে খেলতে পারব। মাইন্ডসেট ওভাবে থাকে।’

ভারতের দেরাদুনে হবে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। সেখানকার কন্ডিশন নিয়েও কথা বলেছেন আরিফুল, ‘এর আগে আমি একবার দেরাদুনে খেলেছি। ওখানে প্রচুর গরম থাকে। আবার মাঝেমাঝে বৃষ্টি হলে আবার প্রচুর গরম পড়ে। গরম নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নেই। আমাদের এখানেও গরম পড়ে। কন্ডিশন বলতে একটা নতুন জায়গা। অন্যথায় কোন সমস্যা নেই।’

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আরিফুলের ভাবনা, ‘আমার আন্তর্জাতিক ম্যাচে ওইরকম সুযোগ হয়নি। পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। পরিস্থিতির সঙ্গে মানাতে পারলেই ভালো খেলা সম্ভব। ঘরোয়াতে আমি অনেক পরিস্থিতি মোকাবেলা করেছি। আমার কাছে পরিস্থিতিগুলো সহজ লাগে। যখন আন্তর্জাতিকে ওরকম ফেস করতে থাকব তখন সেটাও সহজ লাগবে। উন্নতির আসলে শেষ নাই। আন্তর্জাতিক ম্যাচে অনেক প্লান করে (প্রতিপক্ষ)। অনেক ভিডিও দেখে। আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের পেস বোলার দিয়ে বেশি অ্যাটাক করে। লোয়ার অর্ডারে শর্ট বল বেশি করে। আমার মনে হয় এইগুলো ভালোভাবে ইউজ করার দিকে নজর দেওয়া দরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন