বিজ্ঞাপন

রাশিয়ার পথে কিম জং উন

September 11, 2023 | 3:40 pm

আন্তর্জাতিক ডেস্ক

রেলপথে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শীর্ষ বৈঠকের জন্য রুশ বন্দর শহর ভ্লাদিভোস্টকের রওয়ানা দিয়েছেন তিনি। কিম জং উন যে ট্রেনে উঠেছেন সেটি অস্ত্রে সজ্জিত।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার তার বৈঠকের কথা রয়েছে। যদিও দাফতরিকভাবে কোনো দিন তারিখ প্রকাশ করা হয়নি।

রাশিয়ায় পৌঁছালে এটি হবে চার বছর পর কিম জন উনের প্রথম কোনো বিদেশ সফর। ধারণা করা হচ্ছে, কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য মস্কোকে অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

এর আগে, সর্বশেষ বিদেশ সফরেও রুশ শহর ভ্লাদিভোস্টকে গিয়েছিলেন কিম জং উন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে যাওয়ার পর পুতিনের সঙ্গে ২০১৯ সালে বৈঠক করেছিলেন তিনি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন