বিজ্ঞাপন

ভুল শুধরে নিতে চান বিজয়

May 14, 2018 | 8:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আবারো জাতীয় দলে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজের ফিটনেস, আন্তর্জাতিক ক্যারিয়ারকে দীর্ঘ করা, আফগানিস্তান সিরিজ নিয়ে কথা বলেছেন ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা বিজয়।

ফিটনেস ক্যাম্প নিয়ে বিজয় জানান, ‘এটা মূলত ফিটনেস ক্যাম্প। ফিটনেসকে আবার ঝালাই করে প্রস্তুত করা নিজেকে। কয়েক দিনের ব্রেক ছিল…তার আগে অবশ্য টানা খেলার মধ্যে ছিলাম। বিসিএল, এনসিএল, প্রিমিয়ার লিগ, বাংলাদেশ দলের অনেক খেলা ছিল। এখন রিকোভারি দরকার। ফিটনেসের দিক থেকে তৈরি হতে পারলে সামনে খুব ভালো সময় যাবে বাংলাদেশ দলের জন্যে।’

বিজয় যোগ করেন, ‘আসলে উন্নতির জায়গা সব সময় থাকে প্রতিটা ব্যাটসম্যানের জন্য। আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রক্রিয়া ঠিক রাখা। জিম ওয়ার্ক বলেন, অন্য কিছু বলেন সব কিছু উন্নত করার চেষ্টা করেছি । যতটুকু ব্যাট করেছি অনেকে বুঝতে পারছে যে উন্নতি হচ্ছে। আমি চেষ্টা করছি আরও ভালো করার। প্রিমিয়ার লিগ খুব ভালো গেছে, ১৬ ম্যাচ খেলেছি। বিপিএল খেলেছি এটা হয়তো টি-টোয়েন্টির জন্য কাজে দেবে। প্রথম শ্রেণির ম্যাচ খেলছি সেটা দীর্ঘ পরিসরে কাজে দেবে। আশা করছি এইগুলো শিখে আন্তর্জাতিকে আবার নিজেকে মেলে ধরতে পারবো।’

বিজ্ঞাপন

তামিম, সৌম্য, ইমরুল, মিথুন দাস টপ অর্ডারে এখন অনেক অপশন বাংলাদেশের। আফগানিস্তান সিরিজে পরিকল্পনা কি হবে? এ নিয়ে বিজয়ের মন্তব্য, ‘আসলে প্রতিযোগিতা সব সময় থাকা দরকার। প্রতিযোগিতা থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রতিযোগিতা থাকলে পারফরম্যান্স বের হয়ে আসবে। আমি চাই প্রতিযগিতা থাকুক। এরমধ্যে যে ভালো করবে চাইব সেই বাংলাদেশ দলে থাকুক। আফগানিস্তান সিরিজের আগে টিম ম্যানেজমেন্ট থেকে একটা পরিকল্পনা হবে। ভিডিও এনালাইসিস হবে। ওদের বিশ্বমানের বোলার আছে। তাদের দারুণ দারুণ সব বোলার আছে, দারুণ ব্যাটসম্যানও আছে। আফগানিস্তানকে হেলা করার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সফল হচ্ছে। আমরাও সেভাবে বিশ্লেষণ করব। আফগানিস্তান সিরিজটা সহজ যাবে না। কঠিন হবে।’

কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাশা না মেটাতে পারা বিজয় এবার কতটা আত্মবিশ্বাসী? বিজয় জানালেন, ‘রানের অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। রানের মধ্যে থাকলে ঘরোয়াতে বলেন, আন্তর্জাতিকে বলেন আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকে। ভাগ্য কিছু কিছু সময় সহায় হবে, কখনো হবে না। কিন্তু প্লেয়াররা ঘরোয়াতে ভালো করেই তো আন্তর্জাতিক ক্রিকেটে আসবে। এছাড়া তো সুযোগ নেই। আন্তর্জাতিক প্রস্তুত হতে হবে ঘরোয়াতেই। ডমেস্টিকে বেশ কিছু ভালো সময় গেছে। আন্তর্জাতিকে দুই ম্যাচ ভালো যায়নি। বাংলাদেশ দলও চ্যাম্পিয়ন হতে পারেনি। আগামীতে পারব না তেমন না। চেষ্টা করব যে ভুলগুলো করেছি আন্তর্জাতিকে এবার সুযোগ পেলে তা শুধরে নেব।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন