বিজ্ঞাপন

ডিম আমদানির সিদ্ধান্তে সন্তুষ্ট ক্যাব

September 14, 2023 | 9:33 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দাম বেড়ে যাওয়ায় সীমিত পর্যায়ে ডিম আমদানির সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় সীমিত পর্যায়ে ডিম আমদানির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাব মনে করে সরকারের এই সিদ্ধান্তের বাস্তবায়নে নির্ধারিত প্রতি পিছ ডিম ১২ টাকায় বা তার কমে ভোক্তারা কিনতে পারবে। এরইমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ডিমের দামের ওপর আলোচনা সভায় ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত প্রতি পিছ ডিম ১২ টাকার নিচে না কমলে ডিম আমদানি করার সুপারিশ করেছিল ক্যাব।

ক্যাব মনে করে ডিম আমদানির ফলে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে ডিম কিনতে পারবে এবং স্থানীয় বাজারে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ডিম সাশ্রয়ী মূল্যে বাজারে বিক্রি হবে এবং দেশে ডিমের বাজার একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে। ডিম ছাড়াও পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্তের জন্যও ক্যাব সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন