বিজ্ঞাপন

ট্রাক চাপায় হাত-পা থেঁতলে গেল পরিচ্ছন্নতা কর্মীর

May 15, 2018 | 10:07 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জ রোডের মাথায় ট্রাক চাপায় কালু দাস (৫০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর হাত পা থেঁতলে গেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দয়াগঞ্জের সুইপার কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সারাবাংলাকে জানান, ট্রাক চাপায় কালুর ডান হাত ও ডান পা একেবারে থেঁতলে গেছে। এছাড়া মাথায়ও জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কালু দাসকে ঢামেক হাসপাতাল থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

বিজ্ঞাপন

আহত কালুর ছোট ভাই সুনীল দাস জানান, রাতে কলোনীর সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। তিনি স্ত্রী নাজমা রানী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয় সুইপার কলোনীত থাকেন।

সুনীল আরও জানান, পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তাকে জানিয়েছেন, কালুর ডান পা কেটে ফেলতে হবে এবং হাতের কব্জি থেকেও কেটে ফেলা লাগতে পারে।

সারাবাংলা/এসএসআর/আইএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন