বিজ্ঞাপন

এনজিওর ঋণ শোধে ব্যর্থ রিকশাচালকের আত্মহত্যা

September 18, 2023 | 3:38 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। ঋনের টাকা পরিশোধকে কেন্দ্র করে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার নিয়ে ওই এলাকার হানিফ মাষ্টারের বিল্ডিংয়ে তিনি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

মৃত আবদুর রহিম (৫১) নোয়াখালীর সুধারাম থানার পূর্ব মাইজছড়া এলাকার বাসিন্দা।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উদ্দিন আকবর সারাবাংলাকে জানান, রহিম রিকশা চালিয়ে পরিবারের ভরনপোষণ চালাতেন। তার তিন মেয়ে ও দুই ছেলে আছে। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে পরিশোধ করতে না পারায় তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রায়ই ঝগড়া হত।

বিজ্ঞাপন

সোমবার সকালেও ঋণ পরিশোধকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন