বিজ্ঞাপন

গাইবান্ধার ২ ইউনিয়ন পরিষদে ভোট চলছে

May 15, 2018 | 11:52 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে কঞ্চিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে (উপ নির্বাচন) ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

বিজ্ঞাপন

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুই ইউনিয়নে ৯টি করে মোট ১৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য দুই ইউনিয়নে মোট ১৮ জন প্রিসাইডিং অফিসার, ১০৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২০৮ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কমিশন সূত্র মতে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে সীমানা জটিলটা নিয়ে মামলার কারণে ১০ বছর ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আর কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা যাওয়ায় এখানে উপ নির্বাচন হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন