বিজ্ঞাপন

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

September 18, 2023 | 10:48 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস রাত ৯টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এর আগে রাত ৮টা ৫৫ মিনিটে ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ভবনের সপ্তম তলায় অবস্থিত বেসিক ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটের সময় তারা ৮ম তলায় ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ভবনের নিরাপত্তা কর্মীরা ধোঁয়ার কুণ্ডলীর কারণে আগুনের উৎসে পৌঁছতে পারেননি। এরইমধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি জানান, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় বাংলাদেশ ব্যাংকের একটি ডিপার্টমেন্ট ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। কোন অফিসে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি।

নাম প্রকাশ না করে বাংলাদেশ ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ভবনের অষ্টম তলায় বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্সুরেন্স ডিপার্টমেন্ট (ডিআইডি) রয়েছে। তিনি দাবি করেন, প্রাইম গ্রুপের একটি অফিসে আগুন লেগেছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট সুরক্ষিত রয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/ইউজে/জিএস/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন