বিজ্ঞাপন

মাটি ধসে সাজেক যোগাযোগবিচ্ছিন্ন

September 18, 2023 | 11:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: ভারী বৃষ্টির কারণে সড়কের পাশের মাটি ধসে রাঙ্গামাটির অন্যতম পর্যটন এলাকা সাজেক ইউনিয়ন যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সড়কটি সাজেকে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় সারাদেশ থেকেই সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাজেক।

বিজ্ঞাপন

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সাজেক ইউনিয়নে ভারী বর্ষণ শুরু হয়। এতে বাঘাইহাট-সাজেক সড়কের শুকনাছড়া বড়ইতলি এলাকায় দুই পাশের মাটি ধসে পড়ে সড়কের ওপর। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ওই সড়কে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ার খবর পাওয়া গেছে। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, সাজেকে ভারী বৃষ্টি হওয়ায় একটি স্থানে রাস্তার দুই পাশের পাহাড় ধসে পড়ে। এতে সাজেকের সঙ্গে সারাদেশের যানচলাচল বন্ধ রয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে সকালে রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন