বিজ্ঞাপন

তানজিম সাকিবের ভুল স্বীকার, নজরে রাখবে বিসিবি

September 19, 2023 | 2:48 pm

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তবে এরপরে তানজিমের ক্রিকেটীয় দিকের চেয়ে বেশি আলোচনায় উঠে আসে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে করা কিছু মন্তব্যের কারণে। গেল দুই দিনে নিজের ফেইসবুক আইডিতে দেওয়া কিছু স্ট্যাটাসের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েন তানজিম হাসান সাকিব। ব্যাপারটি নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে তার সঙ্গে কথাও বলেছে বিসিবি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবি’র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা পোস্টের জন্য অনুতপ্ত তানজিম, নিজের ভুল স্বীকার করেছেন। জানিয়েছেন ভবিষ্যতে আর এমন কিছু করবেন না। সেই সঙ্গে তাকে সতর্ক করে বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে তাকে নজরেও রাখা হবে।

জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে। সাকিব জানিয়েছে, কাউকে আঘাত করার উদ্দেশ্যে এরকম পোস্ট দেয়নি। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’

নারীদের চাকরি না করার ব্যাপারে ফেইসবুকে যে পোস্ট তানজিম সাকিব করেছেন তা নিয়ে অনুতপ্ত প্রকাশ করেছেন। জানিয়েছেন ভবিষ্যতে এমন পোস্ট আর তিনি করবেন না। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘তানজিম বলেছে সে দুঃখিত। আমরাও তাকে সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকবে। সে ভুল স্বীকার করেছে। এছাড়াও তানজিম বলেছে, সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মা-ও তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি? অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’

বিজ্ঞাপন

কেবল সাকিবই নয়, তার পরিবারও এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি আরও বলেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই নজর কাড়েন সাকিব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুই উইকেট নেন তিনি। তার আগে ব্যাট হাতে করেন আট বলে ১৪ রান। তানজিম তার ছোট ক্যারিয়ারে এ পর্যন্ত খেলেছেন ১২টি প্রথম শ্রেণির ম্যাচ। বাংলাদেশকে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন