বিজ্ঞাপন

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

September 21, 2023 | 8:40 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। বৃষ্টির উপদ্রব ছিল ম্যাচের শুরু থেকেই। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে একাধিকবার। শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়েছে ম্যাচ।

বিজ্ঞাপন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়ানোর কথা ২৩ সেপ্টেম্বর। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বর্ষার সিজন চলছে বলে সেই দুটি ম্যাচ নিয়েও যথেষ্ট শঙ্কা থাকছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে দুপুর ২টায়। টস হয়েছে দুপুর দেড়টায়। টসের পরপরই হালকা বৃষ্টি নামে। অবশ্য দ্রুতই বৃষ্টি থেমে যায় বলে নির্ধারিত সময়েই খেলা মাঠে গড়িয়েছে। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারেই আবারও বৃষ্টির হানা।

অনেকক্ষণ পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আসে ৪২ ওভারে। বেশ ভালোই এগুচ্ছিল ম্যাচ। বাংলাদেশি বোলারদের দাপুটে শুরু থেকেই ধুঁকেছে নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে কিউইদের ওপর চাপ ধরে রেখেছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু ৩৪তম ওভারে মোস্তাফিজদের আবারও থামিয়ে দেয় বৃষ্টি। ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে সেখানেই খেলা থেমে যায়।

একটা ‘বৃষ্টি বৃষ্টি খেলা’ও দেখা গেল তারপর। বৃষ্টি থেমে গেলে তরিঘরি করে মাঠ পরিস্কার করে ফেলেন মাঠকর্মীরা। বিসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে খেলা শুরুর সময়ও জানিয়ে দেওয়া হয়। খেলা শুরু হওয়ার সব প্রস্তুতি শেষ, খেলোয়াড়রাও নেমে গেছেন মাঠে। ঠিক তখনই আবারও বৃষ্টির হানা।

এরপর বৃষ্টি থামল, আবারও নামল- কয়েকবার এমন হওয়ার পর নামে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টি আর থামেনি। শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটা।

বিজ্ঞাপন

অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে বিশ্রাম দিতেই বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার নেই দলে। নিউজিল্যান্ডও তাদের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে এই সিরিজে। তবুও উন্মাদনা কিন্তু কমেনি!

আজ প্রথম ওয়ানডেতে দেখা গেল মিরপুর স্টেডিয়াম দর্শক কানায় কানায় পূর্ণ। কিন্তু বৈরি আবহাওয়া সেই উন্মাদনায় জল ঢেলে দিল।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন