বিজ্ঞাপন

৩৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার

September 27, 2023 | 5:53 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দিনাজপুর, বান্দরবান ও ফেনী জেলায় তিনটি ৩৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ২০০ মেগাওয়াট (এসি), বান্দরবানের লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে দেওয়া তিনটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিন সৌরবিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ অনুমোদন দিয়েছে।

জানা গেছে, অনুমোদিত ট্যারিফে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হবে প্রায় সাত হাজার ১৬৮ কোটি ৮০ লাখ টাকা। সময় লাগবে ২০ বছর। বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হবে প্রায় দুই হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা। সময় লাগবে ২০ বছর।

বিজ্ঞাপন

অন্যদিকে সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রায় তিন হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা। এক্ষেত্রে ২০ বছর সময় লাগবে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন