বিজ্ঞাপন

‘শেখ হাসিনা মানুষের কথা চিন্তা করছেন না, দেশ বিপদগ্রস্ত’

September 29, 2023 | 7:38 pm

ম্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনা এত বেশি অহংকারী হয়ে উঠেছেন, এত বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন যে, তিনি আর দেশের মানুষের কথা চিন্তা করছেন না। আর এ কারণে সমগ্র দেশ আজ বিপদগ্রস্থ।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নয়অপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘মহিলা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ সমাবেশ আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ সমগ্র দেশের মানুষ বলছে- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, তখন তিনি (শেখ হাসিনা) সব কিছু উড়িয়ে দিয়ে আবার সেই পুরোনো কথা, সংবিধানের অধীনেই নির্বাচন হবে। আমাদের পরিষ্কার কথা, সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না। কারণ, আপনারা ক্ষমতা থাকলে নির্বাচন কোনো দিনও সুষ্ঠু হবে না। গত দুই টার্ম আমার মা-বোনেরা ভোট দিতে পারে নাই এবং তাদের ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি শুধু একটি কথা বলতে চাই, এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, তাহলে এই দেশের মহিলাসহ, নারীসহ কোনো মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা আমাদের স্বাধীনতাকে হারাব, আমাদের সার্বভৌমত্বকে হারাব, আমাদের গণতন্ত্র চিরতরে চলে যাবে, ভোটের অধীকার চলে যাবে।’

‘সুতরাং আসুন, নারী পুরুষ সবার মিলিত প্রচেষ্টায় আমরা ঐক্য গড়ে তুলি। এই সরকারকে আমরা বাধ্য করব পদত্যাগ করতে, সংসদ বিলুপ্ত করতে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে। এ কাজটা করতেই পারলেই এ সংকট থেকে আমরা মুক্ত হতে পারব’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেশের মানুষ যখন জেগে উঠেছে, যখন তারা এই ভয়াবহ লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চায়, তখন আপনাদের এই সমাবেশ তাদের আরও অনুপ্রাণিত করবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে, আটক রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর একটি মাত্র কারণ, তারা জানে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে জনগণের ক্রোধকে তারা বন্ধ করতে পারবে না। তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আজকে আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই- দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর জন্য যে ব্যবস্থা করতে বলা হয়েছে, আমরা মনে করি এই সরকার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেবে।’

মির্জা ফখরুল বলেন, ‘জিনিসের দাম যেভাবে বেড়েছে, তাতে সংসার সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। সরকার জিনিস পত্রের দাম বেঁধে দিয়েছে, কিন্তু কেউ সরকারের কথা মানছে না।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সেলিমা রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন