বিজ্ঞাপন

মহাজোট এখন আমাদের সাথে নেই, আমরা বিরোধী দল: সমবায় প্রতিমন্ত্রী

May 15, 2018 | 5:28 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোট এখন আমাদের সাথে নেই। এখন তো আমরা বিরোধী দল। তবে এখন একটা নতুন ব্যাপার আছে। সেটা হলো— বাকি দলগুলো, অর্থাৎ বিরোধী দলগুলো দেশের উন্নয়নে পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলছে।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় সমবায় নিউ মার্কেট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা একটা সহনশীল বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করেছি। সরকারের ভালো কাজে সমর্থন দিয়েছি, মন্দ কাজের বিরোধিতা করেছি।

বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে কিনা— জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরের উন্নয়ন আপনারা দেখেছেন। এরশাদ সাহেব এককভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করতে পেরেছিলেন। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। এটাই এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত যদি অন্য কোনো আলোচনা হয়, তাহলে চেয়ারম্যানই এ সিদ্ধান্ত নেবেন।

এ সময় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী থাকলেও গাজীপুর সিটি নির্বাচনে কেন জাতীয় পার্টির প্রার্থী নেই। এর জবাবে রাঙ্গা বলেন, আমরা এর আগে রংপুরের নির্বাচনে জয়ী হয়েছি। এরপর গাইবান্ধায় সংসদ নির্বাচনেও আমরা জয় পেয়েছি। কিন্তু গাজীপুরে যোগ্য প্রার্থী ছিল না বলে আমরা প্রার্থী দেইনি। তবে খুলনায় আমাদের প্রার্থী রয়েছে, তিনি নির্বাচন করছেন।

কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপন জারি নিয়ে সমবায় প্রতিমন্ত্রী বলেন, ‘কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য নয়, তিনি পার্লামেন্টের ভেতরে এটা নিয়ে কথা বলেছেন। তাই কোটা সংস্কার নিয়ে জাতীয় পার্টির কোনো সন্দেহ নেই। তবে এর জন্য একটি নীতিমালা প্রয়োজন। নীতিমালা হলেই এর সমাধান হবে।’ কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পরও এটা নিয়ে উত্তেজনা তৈরি করলে তাতে কোনো মঙ্গল হবে না বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে জাতীয় পার্টির কোনো বক্তব্য থাকলে তা সংসদেই বলা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সমবায় ব্যাংকের রেজিস্টার আহসান হাবিব, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক শামীম রেজা, নারায়ণগঞ্জ সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেমসহ অন্যরা।

সারাবাংলা/টিএম/টিআর

* দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন