বিজ্ঞাপন

তিন কেন্দ্র বাদে কেসিসি নির্বাচন সুষ্ঠু: ইসি সচিব

May 15, 2018 | 6:26 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হলেও ভোট গ্রহণ নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হেলাল উদ্দীন বলেন, ‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লবণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজি মালেক দারুলসুন্নাহ দাখিল মাদ্রাসা, এই তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ অনিয়ম ও কারচুপির অভিযোগে স্থগিত করা হয়েছে। ওইসব কেন্দ্রে ভোট স্থগিত করেছি।’

বিজ্ঞাপন

বাকি কেন্দ্রগুলোয় ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে ‍উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুইটি কেন্দ্রে ভোট ইভিএম এর মাধ্যমে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই দুই কেন্দ্রের ফলও ঘোষণা করা হয়েচে। বাকি ২৮৪টি কেন্দ্রের ভোট গণনা চলছে।’

বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিক দল, তারা অভিযোগ করতেই পারে। আমরা তাদের অভিযোগ খতিয়ে দেখে সত্যতা পাইনি। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।’

কিছু কিছু কেন্দ্রে ভোটাররা গিয়ে জেনেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে এ অভিযোগ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আমরা এসব অভিযোগ পাইনি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমরা খতিয়ে দেখবো। টিভিতে যেসব অভিযোগ দেখানো হয়েছে সেগুলো স্থগিত করা তিন কেন্দ্রের।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন