বিজ্ঞাপন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

May 15, 2018 | 8:03 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি নারকীয় তাণ্ডব বন্ধে ইসরাইলকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এই তথ্য জানান হয়।

বার্তায় বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে বহু নাগরিক মারা গেছেন ও বহু মানুষ হতাহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ সমবেদনা জানাচ্ছে। অন্যদিকে, এমন ঘটনার জন্য ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে ওই বার্তায় বলা হয়, জাতিসংঘের নেওয়া প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ জেরুজালেম ইস্যুর সমাধান প্রত্যাশা করে।’

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের শতভাগ সমর্থন জানিয়ে বার্তায় আরও বলা হয়, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ১৯৬৭ সালের নেওয়া দুই রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বিশ্বাস করে এবং পূর্ব জেরুজালেমকে প্যালেস্টাইনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন