বিজ্ঞাপন

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

October 7, 2023 | 3:29 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে ভুলে যাওয়ার মতোই ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে দিয়ে এশিয়ান গেমসের স্বর্ণের লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচটা হলো দুর্দান্ত। পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচটা হয়েছে ৫ ওভারের। ৫ ওভারের ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) চীনের হাংজু স্টেডিয়ামে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ খেলতে নেমেছিল সেমিফাইনালে হারা দুই দল বাংলাদেশ-পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ৫ ওভারের ম্যাচে আগে বোলিং করেছে বাংলাদেশ। তাতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে মির্জা বেগ ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন।

পরে জবাব দিতে নেমে ১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে তারপর আফিফ হোসেন ধ্রুব ও ইয়াছির আলী রাব্বির বিধ্বংসী দুটি ইনিংসে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা আফিফ ১১ বলে ২০ রান করেন। মিডল অর্ডারে ইয়াছির আলী রাব্বি ১৬ বলে ৩টি চার ২টি ছয়ে ৩৪ রান করেছেন।

বিজ্ঞাপন

শেষ বলে চার হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন স্পিনার রাকিবুল হাসান। পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় হলো বাংলাদেশ। এশিয়ান গেমছে স্বর্ণ জয়ের লক্ষ্যে শক্ত দল গড়েছিল বাংলাদেশ। স্বর্ণ জেতা না হলেও একটা পদক অবশ্য নিয়েই দেশে ফিরবেন তরুণ ক্রিকেটাররা।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন