বিজ্ঞাপন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫

October 7, 2023 | 7:52 pm

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭৮ জন। দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

বিজ্ঞাপন

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রথম ভূকিকম্পের পর আরও তিনবার আফটার শক অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ও ৬ দশমিক ৩।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৪ কিলোমিটার গভীরে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন।

বিজ্ঞাপন

বশির আহমেদ নামে এক বাসিন্দা বলেন, ‘আমরা অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। এরপর থেকে আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি খুব ভয়ংকর ছিল।’

এর আগে, চলতি বছরের জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সে সময় ওই ভুমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন