বিজ্ঞাপন

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

October 8, 2023 | 9:48 am

স্পোর্টস ডেস্ক

ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর পেরিয়েছে তিন দিন। তবে স্বাগতিক দেশের মানুষের গায়ে বিশ্বকাপের হাওয়া মূলত লাগবে আজ থেকেই। টুর্নামেন্টের চতুর্থ দিনে যে বিশ্বকাপ মিশন শুরু করছেন রোহিত-কোহলিরা। প্রতিপক্ষ ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল ও শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

রোববার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামের এই হাইভোল্টেজ ম্যাচে কি জয় দিয়ে বিশ্বকাপের এবারের আসর শুরু করতে পারবেন কোহলিরা? নাকি চেন্নাইয়ের দর্শককে হতাশায় ডুবিয়ে দুই পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বেন কামিন্স গং? উত্তর পেতে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। এর আগে একনজরে দেখে নেওয়া যাক এই ম্যাচের বিভিন্ন পরিসংখ্যান।

পরিসংখ্যানে এগিয়ে কারা?

আসরটা যখন ক্রিকেট বিশ্বকাপ, অস্ট্রেলিয়া বরাবরই অন্য গ্রহের দল। রেকর্ড পাঁচবার শিরোপা ঘরে তুলেছে অজিরা। অন্যদিকে দুইবার ট্রফি জিতেছে ভারত। বিশ্বকাপ কিংবা বিশ্বকাপের বাইরের ওয়ানডে, সবদিকেই পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে এক অন্যের বিপক্ষে সব মিলিয়ে ১৪৯ ম্যাচ খেলেছে দুই দল, অস্ট্রেলিয়ার জয় ৮৩ ম্যাচে, ভারত জিতেছে ৫৬ বার, ১০ ম্যাচে কোনো ফলাফল আসেনি। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১২ বার, এখানেও অনেকটাই এগিয়ে অজিরা। ১২ ম্যাচের মাঝে অজিরা জয় পেয়েছে আট বার, ভারত জিতেছে মাত্র চারটিতে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে দুই দলের প্রথম দেখা ১৯৮৩ সালে, সেবার অস্ট্রেলিয়া জিতেছিল ১৬২ রানে। তবে সেই বিশ্বকাপেই পরে অজিদের ১১৮ রানে হারিয়েছিল কপিল দেবের দল। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয় শচীন-সৌরভদের। শেষবার বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। সেবার অবশ্য ৩৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

গত মাসেই ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল ভারত। তবে আজ পরিসংখ্যান থাকছে অজিদের পক্ষেই। এমনকি চেন্নাইয়ের এই ভেন্যুও কথা বলছে কামিন্সদের হয়ে। চিদাম্বরাম স্টেডিয়ামে অস্ট্রেলিয়া বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলে একটিও হারেনি! ১৯৮৭ সালের বিশ্বকাপে এই মাঠেই অজিদের কাছে হেরেছিল ভারত।

কেমন হবে পিচ?

চেন্নাইয়ের পিচ বরাবর মতো এবারও সুবিধা দেবে স্পিনারদের। ভারত- অস্ট্রেলিয়া দুই দলই তাই স্পিনার খেলানোতেই মনোযোগ দিতে পারে। আজ চেন্নাইয়ের আকাশ থাকবে মেঘে ঢাকা, মহারণের আনন্দে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। সবশেষ আট ম্যাচে ছয়বারই প্রথমে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছেড়েছে, তাই টসটাও বেশ গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

অধিনায়ক কহেন

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেচে ভারতের। তবে প্রস্তুতি নিয়ে একদম চিন্তিত নন অধিনায়ক রোহিত, ‘গত এক মাসে আমরা যথেষ্ট ক্রিকেট খেলেছি। বিশ্বকাপের জন্য তাই একদম প্রস্তুত। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো টুর্নামেন্টে কি করতে হবে সেটা এই ম্যাচ দিয়েই বুঝে নেব আমরা।’

এদিকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিশ্বকাপে জয় ছাড়া কিছু ভাবছেন না কামিন্সও, ‘আমরা বিশ্বকাপ খেলতে এসেছি, সবাই এদিকেও পূর্ণ মনযোগী। এখন পর্যন্ত সবাই দারুণ খেলছে। এটা আমার তৃতীয় বিশ্বকাপ, অধিনায়ক হিসেবে প্রথম। এটা বিশেষ একটা অনুভূতি!’

একাদশের খবর

ম্যাচের কয়েকদিন আগেই সবচেয়ে বড় দুঃসংবাদটি পেয়েছে ভারত। ডেঙ্গু জরে আক্রান্ত ওপেনার শুভমান গিল খুব সম্ভবত আজকের ম্যাচে খেলতে পারছেন না। ওপেনিংয়ে তাই রোহিত শর্মার সাথে জুটি বাঁধতে পারেন কিপার ইশান কিশান। চেন্নাইয়ের স্পিনিং পিচে ভারত খেলাতে পারে তিন স্পিনার, পেসার থাকবেন দুজন, সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো থাকছেনই।

বিজ্ঞাপন

ইনজুরির শঙ্কা আছে অজিদের শিবিরেও। মার্কাস স্টয়নিস শেষ পর্যন্ত ফিট হতে পারেন কি না, সেই আশাতেই আছে অস্ট্রেলিয়া। একাদশে তিন পেসারের সঙ্গে স্পেশালিস্ট স্পিনার থাকতে পারেন অ্যাডাম জাম্পা। সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনও কার্যকর হতে পারে।

সম্ভাব্য একাদশ (ভারত)

রোহিত শর্মা, ইশান কিশান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সম্ভাব্য একাদশ ( অস্ট্রেলিয়া)

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা।

সারাবাংলা/এফএম/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন