বিজ্ঞাপন

সাকিব-মিরাজের প্রসংশায় পঞ্চমুখ রমিজ রাজা

October 8, 2023 | 5:17 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৬ রানেই আটকে দিয়ে  পরে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগাররা। দুর্দান্ত জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। বল হাতে গুরুত্বপূর্ণ তিনটা উইকেট নেওয়ার পাশাপাশি অধিনায়কত্বটা করেছেন নজরকাড়া। ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার অবশ্য মেহেদি হাসান মিরাজ। বল হাতে তিন উইকেট নেওয়ার পর দারুণ একটা ফিফটিও করেছেন মিরাজ। বাংলাদেশি দুই অলরাউন্ডারের প্রসংশায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা।

বিজ্ঞাপন

মিরাজকে বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলেছেন রমিজ রাজা। আফনিস্তানের বিপক্ষে ৯ ওভার বোলিং করে মাত্র ২৫ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন মিরাজ। পরে তাকে ব্যাট করতে পাঠানো হয়েছিল তিন নম্বরে। টপ অর্ডারেও ব্যাটিং সামর্থ দেখান অনেকদিন যাবত ব্যাট হাতে ফর্মে থাকা মিরাজ। ৫৭ রানের কার্যকারী একটা ইনিংস খেলা মিরাজই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

মিরাজকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’এ রমিজ রাজা বলেছেন, ‘৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ৫০ রান করা মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়।’

রমিজ বলেন, ‘এর আগে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে এক–দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এর পর থেকে সে আর পেছন ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত। বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। তার বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটে সঙ্গে ৫০ রান—এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

সাকিব আল হাসান ৮ ওভারে ৩০ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। প্রথমে ইব্রাহিম জাদরান ও রহমত শাহকে ফিরিয়ে আফগানদের লাগাম টেনে ধরেছিলেন সাকিব। পরে নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে মিডিল অর্ডারেও বড় ধাক্কা দিয়েছেন সাকিব। পরে ব্যাট হাতে ১৪ রান করে আউট হয়েছেন।

ম্যাচের সাকিবের অধিনায়ত্বের প্রসংশা করেছেন সবাই। রমিজ রাজা বলেছেন, ‘সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগআউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স।’

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন