বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক কারা?

October 9, 2023 | 4:28 pm

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ! বিশ্ব ক্রিকেটের বৈশ্বিক এ আসরে সবারই লক্ষ্য সেরাদের তালিকায় থাকা। সেটা হোক রান বা উইকেটে। ব্যাটারদের লক্ষ্য থাকে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া, বোলাররা হতে চান সর্বোচ্চ উইকেটশিকারী। একবার দেখে নেই বিশ্বকাপ ইতিহাসেই ব্যাটের লড়াইয়ে সর্বকালের সেরা কারা?

বিজ্ঞাপন

বিশ্বকাপের ইতিহাসে ব্যাট হাতে একক দাপট ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। শচীন তার ২৩ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপ খেলেছেন পাঁচটি। যেখানে মোট ৪৫ ম্যাচে তার সংগ্রহ ৫৬ দশমিক ৯৫ গড়ে দুই হাজার ২৭৮ রান। একমাত্র ক্রিকেটার, যার বিশ্বকাপে রান সংখ্যা দুই হাজারের ওপরে।

অস্ট্রেলিয়াকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিং আছেন তালিকার দুইয়ে। ৪৬ ম্যাচে ৪৫ দশমিক ৮৭ গড়ে করেছেন এক হাজার ৭৪৩ রান। শ্রীলঙ্কার উইকেটকীপার ব্যাটার কুমার সাঙ্গাকারা আছেন তিনে, ৩৭ ম্যাচে তার রান সংখ্যা এক হাজার ৫৩২।

চারে থাকা ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ৩৪ ম্যাচে এক হাজার ২২৫ রান সংগ্রহ করেছেন ৪২ গড়ে। আর নান্দনিক ব্যাটিংয়ে নজর কাড়া এবিডি ভিলিয়ার্স আছেন তালিকায় পাঁচে, ২৩ ম্যাচে করেছেন এক হাজার ২০৭ রান।

বিজ্ঞাপন

বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকদের তালিকায় আছেন আরও অনেকে। অনেকে আবার আছেন সেরা হওয়ার দৌড়ে। তালিকার আট নম্বরে থাকা সাকিব আল হাসান আছেন বিশ্বকাপে সর্বকালের সেরা পাঁচ উইকেট শিকারির দৌড়েও। আসুন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা জেনে নেই-

 

বিজ্ঞাপন

 

 

 

 

বিজ্ঞাপন

 

 

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসবিডিই/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন