বিজ্ঞাপন

অশ্বিনকে বাইরে রেখে আফগানিস্তানের বিপক্ষে আগে বোলিং করবে ভারত

October 11, 2023 | 2:20 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ভারত-আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপ লড়াইয়ে প্রথমে ব্যাটিং করবেন আফগানরা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

বিজ্ঞাপন

দুই দলই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আজ। আফগানিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। অপর দিকে স্বাগতিক ভারতও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা জিতেছে বড় ব্যবধানে।

শক্তির বিচারে ভারত এগিয়ে যোজন যোজন। স্বাগতিক ভারতকে এবারের বিশ্বকাপ শিরোপারই অন্যতম দাবিদার ভাবা হচ্ছে। আফগানদের বিপক্ষে আজ সেরা একাদশ নিয়েই মাঠ নামছে ভারত।

অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার বদলে পেস অলরাউন্ডার শারদুল ঠাকুরকে ডাকা হয়েছে একাদশে। ডেঙ্গু আক্রান্ত ওপেনার শুভমান গিল যে খেলতে পারবেন না সেটা জানাই ছিল। তার অনুপস্থিতিতে আজও ভারতের ইনিংসের সূচনা করবেন ইশান কিষান।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষ আফগানিস্তান তাদের সেরা দলটাকেই পাচ্ছে আজ। ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর-রহমান, নাভিন উল-হক ও ফজলহক ফারুকী।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন