বিজ্ঞাপন

ষষ্ঠ দেখায় নিউজিল্যান্ড ভাগ্য শিকে ছিঁড়বে সাকিবদের?

October 12, 2023 | 10:45 pm

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর চেন্নাইতে শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা কিউইদের বিপক্ষে কাজটা যে সহজ হবে না, সেটা বোধহয় সাকিব-মিরাজরা খুব ভালোভাবেই জানেন। শুধু এই বিশ্বকাপে কিউইদের ফর্ম নয়, সাকিবদের পাশে থাকছে না অতীত ইতিহাসও। বিশ্বকাপের পাঁচ দেখায় প্রতিবারই যে হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে এখন পর্যন্ত কিউইদের সাথে খেলা ম্যাচগুলোতে ঠিক কী হয়েছিল।

বিজ্ঞাপন

১৭ মে, ১৯৯৯, চেমসফোর্ড

বাংলাদেশ সেবার নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েছিল ইংল্যান্ডের মাটিতে। বিশ্বমঞ্চে নবাগত বাংলাদেশ একদমই পাত্তা পায়নি কিউইদের বিপক্ষে। চেমসফোর্ডে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। কোন ব্যাটসম্যানই পার করতে পারেননি ২০ রানের কোটা। জিওফ অ্যাল্ট, ক্রিস কেয়ার্নস ও গ্যাভিন লারসেন পেয়েছিলেন তিনটি করে উইকেট। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে সুস্থেই ব্যাটিং করেছিলেন কিউইরা। ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান ম্যাট হর্নেরা।

ফেব্রুয়ারি ২৬, ২০০৩, কিম্বারলি

বিজ্ঞাপন

নিজেদের দ্বিতীয় বিশ্বকাপেও নিউজিল্যান্ডকে সামনে পেয়েছিল বাংলাদেশ। এবারও ফলাফলের তেমন কোনও পার্থক্য হয়নি। প্রথমে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আশরাফুলের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯৮ রান তোলে বাংলাদেশ, মোহাম্মদ রফিক করেন ৪১ রান। জবাবে কিউইদের জয়ও এসেছে সহজেই। উদ্বোধনী জুটিতেই ওঠে ৭১ রান, ক্রেইগ ম্যাকমিলান করেন ৭৫ রান। খালেদ মাহমুদের ৩ উইকেট শুধু জয় পাওয়ার সময়টাই দীর্ঘ করেছেন। ৩৪ তম ওভারেই সাত উইকেট হাতে হেরে জয়ে বন্দরে পৌঁছে যায় কিউইরা।

এপ্রিল ২, ২০০৭, অ্যান্টিগা

প্রথম দুই দেখার মতো এবারও ব্যাটিং বিপর্যয়ে কাবু বাংলাদেশ। ৩০ রানের কোটা পার করতে পারেননি বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই। সর্বোচ্চ রান এসেহচে রফিকের ব্যাটে, তিনি করেছেন ৩০ রান। স্টক স্টাইরিস ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ১৭৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে স্টিফেন ফ্লেমিয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২০ ওভার ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা।

বিজ্ঞাপন

মার্চ ১৩, ২০১৫, হ্যামিল্টন

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন দেখায় অসহায় আত্মসমর্পণ করলেও ২০১৫ বিশ্বকাপে দারুণ একটি লড়াই উপহার দিয়েছিল বাংলাদেশ। এর বড় কৃতিত্বটা অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের। প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। তাঁর অপরাজিত ১২৮ রানের সুবাদে ২৮৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল কিউইরা। তবে মারটিন গাপটিলের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের আশার গুড়েবালি। শেষ পর্যন্ত যদিও লড়াইটা চালিয়ে গেছে বাংলাদেশ। তবে ৭ বল বাকি থাকতেই জয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিউইরা।

৫ জুন, ২০১৯, লন্ডন

এই ম্যাচেও নিউজিল্যান্ডকে হারানোর খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে। সাকিবের কল্যাণেই ২৪৪ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। ম্যাট হেনরি ৪ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।

বিজ্ঞাপন

জবাবে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। ২ উইকেট হারিয়ে ১৬০ রানে তোলার পর জয় পাওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তখনই ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। ৫৮ রানের মাঝে পড়ে যায় কিউইদের আরও ৫ উইকেট। শেষ পর্যন্ত তিন ওভার ও দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় কিউইরা, আরেকবার জয়ের কাছে গিয়েও হতাশা নিয়ে মাঠ ছারে বাংলাদেশ।

পাঁচবারে হয়নি। ষষ্ঠ দেখায় হতাশা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়টা কি পাবেন সাকিবরা? এমএ চিদাম্বারাম স্টেডিয়াম বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন