বিজ্ঞাপন

পরীক্ষামূলক উৎপাদনে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া কারখানা

October 13, 2023 | 10:58 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নরসিংদী: পরীক্ষামূলক সার উৎপাদন শুরু করেছে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কারখানাটিতে পরীক্ষামূলক ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে শিল্পমন্ত্রী বলেন, ‘এখন থেকে কৃষককে সারের পেছনে দৌড়াতে হবে না, সার কৃষকের পেছনে দৌড়াবে। আরও একটা কারখানা চালু করা গেলে বিদেশ সার আমদানি করতে হবে না।’

বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানাটি নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন