বিজ্ঞাপন

সাকিব হাসপাতালে

October 13, 2023 | 11:40 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সেভাবে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বড় একটা দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশ। উঁরুতে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব। শান্ত বলেন, ‘স্ক্যান করতে গেছেন সাকিব। স্ক্যান শেষে তাঁর চোট সম্পর্কে জানা যাবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাটিংয়ে ৫১ বলে ৪০ রান করার পর বোলিংয়ে ৫৪ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে যখন ২৫ রানে অপরাজিত ছিলেন তখন ডান উঁরুতে চোট অনুভব করেন। ফিজিও মাঠে গিয়ে প্রথমিক চিকিৎসা করার পর ব্যাটিং চালিয়ে গেছেন সাকিব। তবে জানতেন হয়তো চোট নিয়ে বেশিক্ষণ ব্যাটিং করা সম্ভব হবে না! পরের ৬ বলে নিয়েছেন ১৬ রান। দ্রুত রান তুলতে গিয়ে লোকি ফার্গুসনের বলে ফিরেছেন সাকিব।

এমন চোট নিয়ে মাঠ ছাড়লেও বোলিং ইনিংসের শুরু থেকেই মাঠে ছিলেন। ১০ ওভার বোলিংও করেছেন। অবশ্য বোলিংয়ের সময়ও তার চোট সমস্যাটি বুঝা যাচ্ছিল। পরে ম্যাচ শেষে বাকি আনুষ্ঠানিকতায় সাকিব আর আসেননি। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাকি কাজ সেরেছেন।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন