বিজ্ঞাপন

আহমেদাবাদে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

October 14, 2023 | 2:03 pm

স্পোর্টস ডেস্ক

ভারত বিশ্বকাপের দামামা বেজে উঠেছে বেশ কিছুদিন হলো। তবে আনুষ্ঠানিকভাবে হয়নি উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। ভারত ও পাকিস্তানের মধ্যকার মহারণের আগে হচ্ছে মহোতসব। প্রায় দেড় লাখ মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদিতে শনিবার (১৪ অক্টোবর) টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ভারতীয় একাদশে ফিরেছেন শুভমান গিল। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

ভারত একাদশ

বিজ্ঞাপন

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন