বিজ্ঞাপন

নেইমারকে রিয়ালে দেখাটা হবে ভয়ঙ্কর: মেসি

May 16, 2018 | 3:04 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব পিএসজিতে নাম লেখান ব্রাজিল তারকা নেইমার। প্যারিসের দলটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি তার। এরই মধ্যে প্রতিনিয়ত নেইমারকে নিয়ে খবর বেরুচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন তিনি। সেটা যদি সত্যিই হয়, তাহলে বার্সার জন্য সেটা বড় ধাক্কা হবে বলে মনে করেন লিওনেল মেসি।

শুধু রিয়াল নয়, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি নেইমারকে দলে পেতে চাইছে। পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি জানিয়েছেন, তিনি ২০০০ ভাগ নিশ্চিত যে পিএসজিতেই থাকবে নেইমার। একইরকম ধারণা দলটির বিদায়ী কোচ উনাই এমেরিরও।

তবে, নেইমারকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে দেখাটা অনেক কঠিন হবে বলে জানিয়ে দিলেন মেসি, ‘নেইমারকে রিয়ালে দেখা হবে ভয়ানক এক ব্যাপার। বার্সার কাছে নেইমার যা, তার জন্যই এটা হবে খুব খারাপ। নেইমারের বার্সা ক্যারিয়ারটা ভালো ছিল। সে এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লা লিগা জিতেছে। যদি সে মাদ্রিদে যায় তাহলে বার্সার সবার জন্য কঠিন ধাক্কা হবে। আর ফুটবলের দৃষ্টি ভঙ্গিতে রিয়ালকে সেটা শক্তিশালী করবে। নেইমারের সঙ্গে আমার কথা হয়। তাই যেভাবে আমি ভেবে থাকি সেগুলো সে সবকিছুই জানে।’

বিজ্ঞাপন

রোনালদোর সঙ্গে লড়াই নিয়ে বার্সা তারকা মেসি বলেন, ‘তার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা নেই। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখা, তাদের লিগ জিততে দেখাটা আমাকে অনুপ্রাণিত করে। আমি তো প্রতি বছরই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, প্রতি বছরই চাই লিগ চ্যাম্পিয়ন হতে। আমরা সবাই এমনটাই চাই।’

নেইমারও সম্প্রতি রিয়াল আর ইউনাইটেড নিয়ে কথা বলেছেন। এমন খবরে তিনি নিজেও বিরক্ত বলে জানান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন