বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে ১১ সমাবেশ, ভয়াবহ যানজট আশঙ্কা

October 17, 2023 | 11:02 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীতে একদিনে ১১টি সভা-সমাবেশ ও কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। এতে ভয়াবহ যানজটের আশঙ্কা রয়েছে। নগরবাসীর আশঙ্কা এমনিতেই দুই একটি সমাবেশ হলেই গাড়ি মেলে না, সড়কে আটকে থাকে গাড়ি এমনকি বাড়তি ভাড়া দিয়েও কোনো যানবাহন মেলে না। ফলে এক ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীতে ছোট বড় সভা সমাবেশ ও জমায়েত মিলে অন্তত ১১টি অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগ নেতাকর্মীদের একটি বিশাল বহর যাবে শ্রদ্ধা জানাতে। শেখ রাসেল দিবস উপলক্ষে নেতাকর্মীরা ফুল দেবে এবং দোয়া মোনাজাত করবে। এরফলেও যানজটের সৃষ্টি হতে পারে।

বেলা ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে যাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাকর্মীরা। সেখানেও গাড়ি সংকট ও যানজটের সৃষ্টি হতে পারে। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান হবে। সেখানেও যানজটের সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরানা পল্টন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনের সড়কে লেবার পার্টির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফলে পল্টন-দৈনিবাংলা মুখী উভয় সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্ট বারে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে লিফলেট বিলি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বেলা ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। যে সমাবেশের কারনে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে। একই সময়ে পুরানা পল্টন আল রাজী হোটেলের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রায় কাছাকাছি সময়ে বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফলে গুলিস্তান এলাকায় যানজট চরম আকার ধারণ করবে। কারণ এমনিতেই স্বাভাবিক দিনগুলোতে গুলিস্তানে যানজট লেগেই থাকে।

বিজ্ঞাপন

বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এলডিপি অফিসের সামনে এলডিপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদি হাসান বলেন, এ‘কদিনে অনেক সভা সমাবেশ থাকায় রাজধানীতে যানজট প্রকট আকার ধারণ করতে পারে। সেজন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মাঠে থাকবে। যতটুকু সম্ভব নগরবাসীকে হাতে সময় নিয়ে কাজে বের হওয়ার অনুরোধ করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন