বিজ্ঞাপন

সেমিফাইনালে চোখ ডাচ অধিনায়কের

October 18, 2023 | 11:50 am

স্পোর্টস ডেস্ক

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এমন জয় আগে কখনোই পায়নি নেদারল্যান্ডস। ধর্মশালায় উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে ডাচরা। ম্যাচ সেরা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলছেন, প্রোটিয়াদের হারানোর পর এখন তাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা।

বিজ্ঞাপন

বিশ্বকাপের এবারের আসরে একমাত্র আইসিসির সহযোগী দেশ হিসেবে অংশ নিয়েছে নেদারল্যান্ডস। কাগজে কলমে তো বটেই, সেমিতে খেলার কোন হিসেব নিকেশেই হয়তো তাদেরকে রাখেননি ক্রিকেট বিশ্লেষকরা। সেই ডাচরাই প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জেতা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।

ডাচ অধিনায়ক এডওয়ার্ডস বলছেন, তারাও সেমিতে খেলার স্বপ্ন নিয়েই বিশ্বকাপে এসেছেন, ‘এমন জয়ে আমরা গর্বিত। এই টুর্নামেন্টে আমরা সেমিতে খেলার লক্ষ্যেই খেলতে এসেছি। আর এমনটা করতে হলে আপনাকে বড় দলগুলোকে হারাতে হবে। দক্ষিণ আফ্রিকা অন্যতম ফেভারিট দল, তাদের বিপক্ষে এমন জয় আমাদের জন্য বড় ব্যাপার।’

বিজ্ঞাপন

এই দক্ষিণ আফ্রিকাকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছিল নেদারল্যান্ডস। এছাড়াও দলের অনেকেই আগে প্রোটিয়াদের হয়েও খেলেছেন। চেনা প্রতিপক্ষের বিপক্ষে তাই বেশ কিছু সুবিধা পেয়েছেন বলেই মাঞ্ছেন এডওয়ার্ডস, ‘আমাদের দলে এমন অনেকেই আছে যারা তাদের সাথে খেলেছে। এটা অবশ্যই অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা দিয়েছে।’

ধর্মশালার মাঠে কমলা জার্সির দর্শকের সংখ্যা বেশ ভালো পরিমাণেই দেখা গেছে। তাদের এমন সমর্থনকে ধন্যবাদ জানিয়েছেন এডওয়ার্ডস, ‘অনেক সমর্থকই মাঠে ছিলেন। অনেকে দেশের মাটিতে খেলা দেখছেন। সবাইকে অনেক ধন্যবাদ, আমরা সত্যিই কৃতজ্ঞ। সবসময়ই তারা আমাদের এমন সমর্থন জুগিয়েছেন।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন