বিজ্ঞাপন

আফগানদের উড়িয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

October 18, 2023 | 9:46 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বিশ্বকাপে এখন পর্যন্ত রীতিমতো উড়ছে নিউজিল্যান্ড। গতবার ফাইনাল খেলা দলটি এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে। জয়ের সেই ধারা অব্যাহত এখনো। আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে চার নম্বর জয়টা তুলে নিল নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

আফগানদের আজ রীতিমতো উড়িয়েই দিয়েছে কিউইরা। আগে ব্যাটিং করতে নেমে মাঝে হুট করেই বিপদে পরলেও শেষ পর্যন্ত ২৮৮ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। তবু চেন্নাইয়ের উইকেটে এই রানকে খুব বেশি কঠিন স্কোর বলা যাবে না। তবে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের সামনে পেরে উঠেননি আফগানরা।

শুরু থেকেই নিয়মিতি বিরতিতে উইকেট হারিয়ে ১৩৯ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। যাতে ১৪৯ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। চার ম্যাচের প্রতিটিতেই জয় পাওয়া কিউইদের পয়েন্ট ৮। রান রেটের দিক দিয়েও বেশ শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। কিউইদের রানরেট এখন ১.৯২৩।

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ে রীতিমতো ধসে পরল আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের বোলিংকে কাবু করতে হলে আফগানদের ওপেনিং জুটিকে ভালো করতেই হতো। সেখানে পুরোপুরি ব্যর্থ আফগানিস্তান। দলীয় ২৭ রানের মাথায় মাত্র দুই বলের ব্যবধানে ফিরে যান দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

বিজ্ঞাপন

দুই ওপেনার ফেরার পর রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি স্রেফ উইকেটে পরে থাকার চেষ্টা করে গেছেন। সেটাও করতে পারেননি। শহিদি ২৯ বল খেলে ৮ রান করে ফিরেছেন দলীয় ৪৩ রানের মাথায়। এরপর আজমতউল্লাহ ওমরজাই ও রহমত শাহ চতুর্থ উইকেটে ৫৪ রান যোগ করেন। এটাই আফগানদের সর্বোচ্চ জুটি।

আজমতউল্লাহ ৩২ বলে ২৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। খানিক বাদে ৬২ বলে ৩৬ রান করা রহমত শাহও ফেরেন। এরপর রীতিমতো তাসের ঘরের মতো ভঙে গেছে আফগানদের ব্যাটিং লাইনআপ।

১৪ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার আজও দুর্দান্ত বোলিং করেছেন। ৩৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন কিউই স্পিনার। ৭ ওভারে ১৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন লোকি ফার্গুসনও। ৭ ওভারে ১৮ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

বিজ্ঞাপন

এর আগে আফগানদের ক্যাচ মিসের মহড়ায় ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। ১ উইকেটে ১০৯ রানে থাকা নিউজিল্যান্ড মুহূর্তেই ৪ উইকেটে ১১০ হয়ে পড়েছিল। সেখান থেকে কিউইদের তিনশর কাছাকাছি টেনে নিয়েছেন অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপস। এতে আফগান ফিল্ডারদেরও ‌’অবদান’ আছে! বারবার ক্যাচ ছেড়েছেন আফগানরা।

৮০ বলে ৭১ রান করে আউট হয়েছেন ফিলিপস। ৭৪ বলে ৬৮ রান করেছেন লাথাম।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন