বিজ্ঞাপন

বাঘিনীদের সামনে এবার ‘নড়বড়ে’ ভূটান

December 18, 2017 | 9:32 pm

স্টাফ করেসপন্ডেন্ট
দেশের বিজয়ের দিনে নেপালকে গোলোৎসবে ভাসিয়ে জয়ের উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। তেতিয়ে থাকা বাঘিনীদের সামনে এবার প্রতিপক্ষ ‘দুর্বল’ ভূটান। ভূটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের ফাইনালে পাখির চোখ করেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বিজ্ঞাপন

ভারতের কাছে হেরে ব্যাকফুটে থাকা ভূটানকে উড়িয়ে দিতে বদ্ধপরিকর তহুরারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আলো কাড়া এই বিষ্ময়বালিকা ভূটানের বিপক্ষে আরও দুর্দান্ত খেলে ফাইনাল নিশ্চিত করতে চায়। এ নিয়ে আন্তর্জাতিক বয়সভিত্তিক পর্যায়ে এটি তহুরার দ্বিতীয় হ্যাটট্রিক। গতবছর এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাজিক দেখিয়েছিলেন এই স্ট্রাইকার।

এদিকে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ভূটান হেরেছে চার গোলে। ভারতের সামনের ম্যাচ মঙ্গলবার নেপালের বিপক্ষে। এই ম্যাচে ভারত জয় পেলে বাংলাদেশ-ভারত ফাইনাল হতে চলেছে টুর্নামেন্টে।

জয়ের ক্ষুধায় মত্ত থাকা মেয়েদের নিয়ে ভূটান ম্যাচেও সাফল্য অব্যাহত রাখতে চান কোচ, আমি তাদের বলেছি, কোন দলকেই হালকাভাবে নেয়া যাবে না। তাদের হারানোর কিছু নেই তবে আমাদের জ্বলে উঠতে হবে। আমরা টুর্নামেন্ট জিততেই এসেছি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাড়ে এগারটায় কমলাপুর স্টেয়িামে ভূটানের বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা। তাই ফাইনালে পা রাখার এক ধাপ দূরেই আছে তারা। ভুল-ত্রুটি শুধরে ম্যাচে তাই তেতিয়ে উঠতে উদগ্রীব ছোটনের শিষ্যরা।
সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন