বিজ্ঞাপন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ শিক্ষার্থীদের, পাশে ছাত্রলীগ

October 19, 2023 | 7:23 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলের হামলা-গণহত্যা বন্ধের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, হেদায়েতুল ইসলাম মাদরাসা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতাকামী নির্যাতিত মানুষের পক্ষে ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছি। আমরা স্বাধীন, সার্বভৌম ফিলিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানাই। পৃথিবীর সকল মানুষের মতো ফিলিস্তিনিদেরও অধিকার আছে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার। কিন্তু দখলদার ইসরাইল বর্বরোচিত হামলার মধ্য দিয়ে তাদের স্বাধীনতার স্বপ্নকে ধুলিস্যাত করার তৎপরতা চালাচ্ছে। রেহাই পাচ্ছে না শিশুরাও। আমরা ইসরাইলী বাহিনীর এ বর্বরতার তীব্র নিন্দা জানাই।’

বিজ্ঞাপন

ফিলিস্তানের সাধারণ মানুষের পক্ষে সমর্থন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে একাত্মতা জানান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর।

জাকারিয়া দস্তগীর তার বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন, সার্বভৌম ফিলিস্তান রাষ্টের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিলিস্তানি জনগনের পক্ষে বাংলাদেশের অকুন্ঠ সমর্থন পুনঃব্যক্ত করেছেন। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধের দাবির পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্র অপূর্ব বডুয়া, হেদায়েতুল ইসলাম মাদরাসার মো. রিয়াদ উদ্দীন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়র স্বরুপ ঘোষ, নগর ছাত্রলীগের খোরশেদ আলম মানিক, হালিম শিকদার মিতু, আনিসুর রহমান, জাহেদুল ইসলাম, ইমাম উদ্দিন নয়ন, আরাফাত রুবেল, মোশরাফুল হক পাভেল, হাবিব রহমান, রাকিব হায়দার, কাজী নাইম, জুবায়ের আলম আশিক, লায়লা সিকদার লিপি, অরুপ বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এনইউ

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন