বিজ্ঞাপন

ভয়ঙ্কর রোহিতকে ফেরালেন হাসান

October 19, 2023 | 8:07 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। পুনের উইকেটে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে এই রান তেমন কঠিন সংগ্রহ নয়। পরে রোহিত শর্মা ভারতের ইনিংসের শুরুতে যেভাবে ব্যাটিং করছিলেন তাতে সংগ্রহটাকে আরও ছোট মনে হচ্ছিল! ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের স্রেফ তুলধুনো করছিলেন দুর্দান্ত ফর্মে থাকা রোহিত। ভারতীয় অধিনায়ককে অবশ্য খুব বড় ইনিংস খেলতে দেননি হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

তাসকিন আহমেদের বদলে একাদশে ডাক পাওয়া বাংলাদেশি পেসার দারুণ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ফিরিয়েছেন রোহিতকে। ১৩তম ওভারের তৃতীয় ডেলিভারিটিতে ছক্কা হাঁকান রোহিত। হাসান মাহমুদ পরের বলটি করলেন রোহিতের ডান কাঁধ বরাবর। পুল খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি রোহিত। ফিরেছেন তাওহিদ হৃদয়ের ক্যাচ হয়ে।

ততোক্ষণে ভারতের সংগ্রহ ৮৮ রান। ৪০ বল খেলে ৭টি চার ২টি ছক্কায় ৪৮ রান করে ফিরেছেন রোহিত। অপর ওপেনার শুভমান গিল শুরুতে থিতু হতে সময় নিলেও পরে সেট হয়ে দ্রুত গতিতে রান তুলছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ১১২। ৪১ বলে ৪১ রান করে অপরাজিত শুভমান গিল। তার সঙ্গে ১১ বলে ২০ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন