বিজ্ঞাপন

আরও একবার বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা বধ?

October 24, 2023 | 9:31 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ তখন বরাবরই ভিন্ন এক দল। ২০০৭ কিংবা ২০১৯ বিশ্ব আসরে প্রোটিয়াদের দুবার চমকে দিয়েছে বাংলাদেশ। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে একই মাঠে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনতে পারবেন সাকিবরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট চারবার খেলেছে বাংলাদেশ। দুই দলেরই জয় দুটি করে। দুই দলের প্রথম দেখা ২০০৩ বিশ্বকাপে, সেবার দুর্বল বাংলাদেশকে অনায়াসেই হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে রফিক-মাশরাফিদের জাদুতে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের হারানোর স্বাদ পায় বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে প্রোটিয়াদের বাগে আনতে পারেনি বাংলাদেশ, সেই ম্যাচে হার মানতে হয় তাদের। দুই দল আবারও বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। সেবার সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ।

ওয়ানডেতে দুই দলের দেখা হয়েছে মোট ২৪ ম্যাচ। সেখানে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা, তাদের জয় ১৮ ম্যাচে,বাংলাদেশ জিতেছে ৬টিতে। সবশেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা যোগাবে সাকিবদের।

বিজ্ঞাপন

পিচ ও কন্ডিশন

মুম্বাইয়ের অসহনীয় গরম আগের ম্যাচে ভালোই ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটারদের। আজও মুম্বাইয়ের তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি ছুঁইছুঁই থাকবে। ক্রিকেটারদের তাই নাভিশ্বাস উঠার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগের ম্যাচের মতো আজও ওয়াংখেড়ের পিচে রান বন্যা বইবে। টসে জিতে তাই দুই অধিনায়ক ব্যাটিংই নেওয়ার সিদ্ধান্ত নেবেন।

২৫ বছর পর মুম্বাইতে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। ওয়াংখেড়েতে এটি বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।

বিজ্ঞাপন

দলের খবর

গত কয়েকদিন ধরে বাংলাদেশ শিবিরের সবচেয়ে আলোচিত খবর ছিল অধিনায়ক সাকিবের ইনজুরি। আগের ম্যাচ মিস করলেও গতকাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন, প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে প্রস্তুত তিনি। তবে সাকিব ফিরলেও আরেকটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আজ মাঠের বাইরে থাকবেন পেসার তাসকিন। আজ বিশ্বকাপে অভিষেক হতে পারে পেসার তানজিম সাকিবের।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে অসুস্থতার কারণে খেলেননি অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও খুব সম্ভবত মাঠের বাইরে থাকতে হবে তাকে। আজও দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। দলে আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

টসই গড়ে দেবে ম্যাচের ভাগ্য?

বিজ্ঞাপন

ওয়াংখেড়েতে গত ম্যাচে রানবন্যা দেখেছেন দর্শক। ৩৯৯ রানের পাহাড়সম লক্ষ্য দাড় করিয়ে ম্যাচের ভাগ্য অনেকটাই গড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। আজও তাই টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাড়তি সুবিধা নিতে চাইবে দুই দল। সেই কারণেই হয়ত সাকিব টসে জেতার জন্য ‘দোয়াও’ চেয়েছেন।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জানিয়েছেন, শুধু বাংলাদেশের স্পিন নয়, পেসারদের নিয়েও সমানভাবে ভাবছেন তিনি। অন্যদিকে সাকিব জানিয়েছে, সেরা খেলাটা খেলেই আজ জয় পেতে চায় তার দল।

বাংলাদেশ কি পারবে ২০০৭ ও ২০১৯ এর স্মৃতিতে ফিরিয়ে আনতে?

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ/তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিকস, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিডি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন