বিজ্ঞাপন

দুর্দান্ত সেঞ্চুরিতে অনেক কিছুরই জবাব দিলেন মাহমুদউল্লাহ

October 24, 2023 | 10:43 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

দুর্দান্ত, অসাধারণ, অবিস্মরনীয়- মাহমু্দউল্লাহর ইনিংসটি নিয়ে সব কিছুই বলা যায়। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বিপক্ষে দলের অন্য ব্যাটাররা যখন ধুঁকছিলেন, দল যখন খাদের কিনারায় ঠিক সেই অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। দুর্দান্ত একটা সেঞ্চুরি তুলে নিয়ে বুঝিয়ে দিলেন ‘দেওয়ার এখনো অনেক কিছুই বাকি’।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ। এবারের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা পাওয়া নিয়ে বড় সংশয় তৈরি হয়েছিল। তার পজিশনে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের কেউই সফল হতে পারেননি বলেই বিশ্বকাপ দলে ডাক পরে মাহমুদউল্লাহর। এতো সব নিয়ে এতোদিন কিছুই বলেননি অভিজ্ঞ ক্রিকেটার। হয়তো ভেবেই রেখেছিলেন মুখে নয়, কথা বলব ব্যাটে।

বিশ্বকাপে ব্যাট হাতে নেমে প্রায় প্রতি ম্যাচেই রান করছেন রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে অপরাজিত ছিলেন। ভারতের বিপক্ষে ৪৬ রান করেছেন। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ তুলে নিলেন অসাধারণ এক সেঞ্চুরি।

একধাপ উপরে আজ ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। অপর প্রান্ত থেকে দ্রুত উইকেট পতন হলো বলে বেশিরভাগ সময়েই নিচের দিকের ব্যাটারদের সঙ্গে ব্যাটিং করতে হলো। দক্ষিণ আফ্রিকার বোলাররা বোলিংও করছিলেন দুর্দান্ত। তবে কোনো কিছুই আটকাতে পারেনি মাহমুদউল্লাহকে।

বিজ্ঞাপন

ঠিক ১১১ বল খেলে ১১১ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি। ১১টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৪টি। অভিজ্ঞতার যে দাম কতোটা এই সেঞ্চুরির মাধ্যমে তার একটা প্রমাণও দিলেন মাহমুদউল্লাহ।

আজ বাংলাদেশের পক্ষে লড়তে পেরেছেন এক মাহমুদউল্লাহই। আগে ব্যাটিং করে ৩৮২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। মাহমুদউল্লাহর সেঞ্চুরি স্বত্তেও বাংলাদেশ পরে গুটিয়ে গেছে ২৩৩ রানে। যাতে শেষ পর্যন্ত ১৪৯ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন