বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি ডাচ রূপকথা দেখবে বিশ্বকাপ?

October 25, 2023 | 10:32 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শুরুটা অস্ট্রেলিয়া ঠিক ‘অস্ট্রেলিয়ার’ মতো করতে পারেনি। প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যাওয়া অজিরা অবশ্য শেষ দুই ম্যাচ জিতে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন। অন্যদিকে একমাত্র সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস এরই মাঝে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জন্ম দিয়েছে অঘটনের। আজ নিজেদের পঞ্চম ম্যাচে দিল্লিতে মুখোমুখি দুই দল। টানা তৃতীয় জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখবে অজিরা নাকি আরেকটি অঘটনের জন্ম দিয়ে বিশ্বকে চমকে দিতে পারবেন ডাচরা?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের মাঝে এখন পর্যন্ত দেখা হয়েছে মাত্র দুইবার, দুইবারই বিশ্বকাপের মঞ্চে। ২০০৩ ও ২০০৭ সালের দুই দেখায় দুবারই বড় জয়ই পেয়েছে অজিরা। তবে এই বিশ্বকাপে ডাচদের হার না মানা মনোভাব নিশ্চয়ই মাথায় রেখে মাঠে নামবে অজিরা।

পিচ ও কন্ডিশন

বিজ্ঞাপন

দিল্লির পিচে আগের ম্যাচগুলোর মতো এবারও বাড়তি সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। সময় যত গড়াবে, পিচ ততো ধীরগতির হবে। সময়ের সাথে সাথে পিচে স্পিনও ধরবে। তাই টসে জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তই আসতে পারে দুই দলের অধিনায়কের পক্ষ থেকে। দিল্লিতে আজ বেশ ভালোই গরম থাকবে, ক্রিকেটারদের এটার সাথে মানিয়ে নিতে বেগ পেতে হবে।

দলের খবর

অস্ট্রেলিয়া দলের জন্য ম্যাচের আগেই এসেছে সুখবরটা। ইনজুরিতে থাকা ট্রাভিস হেড সুস্থ হয়ে আজই মাঠে নামতে পারেন। ওপেনিংয়ে হেডকে নামিয়ে মিচেল মার্শকে খেলানো হবে তিন নম্বরে। একাদশের বাইরে চলে যেতে পারেন বিশ্বকাপে এখন পর্যন্ত তেমন কিছু না করতে পারা মারনাস লাবুশেন।
নেদারল্যান্ডস দলে নেই কোন ইনজুরির শঙ্কা। আগের ম্যাচের একাদশই তাই দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বিজ্ঞাপন

আরেকটি ডাচ রূপকথা দেখবে বিশ্বকাপ?

চার ম্যাচে তিনটিতে হারলেও প্রতিটি ম্যাচেই লড়াই করেছে ডাচরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই লড়াইটাই তাদের এনে দিয়েছে ঐতিহাসিক এক জয়। অজিদের বিপক্ষে কাজটা কঠিন হলেও দারুণ কিছু দেখানোর আশা নিয়েই মাঠে নামবে ডাচরা, জানালেন পেসার ভ্যান বিক,’অবশ্যই আমরা সেমিতে খেলতে চাই, কেন নয়? এটাই আমাদের লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। নিজেদের দিনে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি।‘

অন্যদিকে টানা দুই জয়ে পয়েন্ট তালিকার সেরা চারে ঢুকলেও অজিদের নেট রান রেট খুব একটা ভালো নয়। ডাচদের বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটের দিকেও নজর থাকবে কামিন্সদের। প্রোটিয়াদের বিপক্ষে ডাচদের সেই জয় নিশ্চয়ই মাথায় থাকবে অস্ট্রেলিয়ার।

সম্ভাব্য একাদশ (অস্ট্রেলিয়া)

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ,, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

সম্ভাব্য একাদশ( নেদারল্যান্ডস)

বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), সায়ব্রান্ড এঞ্জালব্রাখট, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মারউই, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন