বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

October 26, 2023 | 11:28 am

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টন শহরে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে হামলায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ অক্টোবর) রাতে লিউইস্টন শহরের একটি বোলিং ক্লাবে এ  বন্দুক হামলার  ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় একটি রেস্তোরাঁ ও বারেও বন্দুক হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলায় কমপক্ষে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। তবে ঠিক কত জনের গায়ে গুলি লেগেছে তা নিশ্চিত  জানা যায়নি।

বিজ্ঞাপন

মেইন স্টেট পুলিশ জানান, হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন