বিজ্ঞাপন

বিশ্বকাপে ইংলিশদের শক্তিশালী স্কোয়াড

May 17, 2018 | 11:09 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। কোজ গ্যারেথ সাউথগেটের দলে নতুন মুখের চমক আছে। সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা লিভারপুলের ১৯ বছর বয়সী রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড।

ইংলিশদের সেরা গোলরক্ষক ওয়েস্টহ্যামের ৩১ বছর বয়সী তারকা জো হার্টকে রাখা হয়নি ২৩ সদস্যের মূল স্কোয়াডে। এমনকি আর্সেনালের সেরা মিডফিল্ডার ২৬ বছর বয়সী জ্যাক উইলশেরকেও বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের স্কোয়াড থেকে।

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড রয়েছে ‘জি’ গ্রুপে। তাদের অন্য তিন প্রতিপক্ষ বেলজিয়াম, পানামা এবং তিউনিশিয়া। আগামী ১৮ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় তিউনিশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। ২৪ জুন সন্ধ্যা ৬টায় পানামার বিপক্ষে খেলবে ইংলিশরা। আর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ২৮ জুন ইংল্যান্ড মুখোমুখি হবে বেলজিয়ামের, ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়।

বিজ্ঞাপন

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: জ্যাক বুটল্যান্ড (স্টোক সিটি), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (বার্ণলি)।

ডিফেন্ডার: ফিল জোনস (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যারি কাহিল (চেলসি), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), কাইরন ট্রিপিপিয়ার (টটেনহ্যাম), ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড (লিভারপুল), ড্যানি রোজ (টটেনহ্যাম), অ্যাশলি ইয়ং (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), হ্যারি ম্যাগারি (লিস্টার সিটি)।

মিডফিল্ডার: এরি ডিয়ার (টটেনহ্যাম হটস্পার), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), ফ্যাবিয়ান ডেলফ (ম্যানচেস্টার সিটি), রুবেল লুফটাস-চিক (চেলসি), জেসি লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেলে আলি (টটেনহ্যাম)।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জেমি ভার্ডি (লিস্টার সিটি), রহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন