বিজ্ঞাপন

কাকরাইলে ককটেলসহ বিএনপির ২ শতাধিক নেতা-কর্মী আটক

October 28, 2023 | 9:10 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কাকরাইলের যমযম গ্রুপের হোটেল ওকাদার একটি নির্মাণাধীন ভবন থেকে লাঠিসোটা, আধলা ইট, ককটেল ও চাল-ডালের বিপুল মজুতসহ বিএনপির দুইশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি প্রধান হারুনুর রশীদ জানান, নির্মাণাধীন ওই ভবনে সন্দেহভাজন লোকসমাগমের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ওপরে একাধিক ককটেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে গোয়েন্দা পুলিশ অভিযানে চালিয়ে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করে। তাদের কাছে ককটেল, লাঠিসোঁটা, সরকারবিরোধী ব্যানার ও চাল-ডালের বস্তা উদ্ধার করা হয়। আটকদের রমনা থানায় সোপর্দ করা হয়েছে।

পরে ডিবি প্রধান সাংবাদিকদের বলেন, ‘মহাসমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এ জন্য পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে আসা মাত্র ১৫ থেকে ২০টি ককটেল পুলিশের ওপর নিক্ষেপ করা হয়।’

গোয়েন্দাপ্রধান বলেন, ‘কাকরাইলের ওই ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, ভবনটিতে কয়েক’শ নেতা-কর্মী দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ভবনের ভেতরে রড, লাঠি, ককটেল, চাল-ডাল ও ইটভাঙা পাওয়া যায়। পরে সেখান থেকে দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলা হবে।’

বিজ্ঞাপন

সমাবেশকে কেন্দ্র করে তারা নাশকতা করতে চেয়েছিল কি না- জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘তারা যদি সমাবেশেই আসবে তাহলে রড ও ককটেল নিয়ে আসবে কেন? তাদের নাশকতার পরিকল্পনা ছিল কি না- জানি না তবে তদন্ত করে দেখা হবে।’

ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ আহত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এরইমধ্যে দুইজন পুলিশ সদস্য আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন।’

বিজ্ঞাপন

ডিবিপ্রধান আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি শুধু কাকরাইলের এই ভবনটিই নয়, এমন আরও ভবন আছে সেখানে অসংখ্য মানুষ অবস্থান করছে। সেই ভবনগুলোতেও আমরা অভিযান চালাব।’

সারাবাংলা/ইউজে/ইআ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন