বিজ্ঞাপন

৫ বছরে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ১৫০টি

May 17, 2018 | 1:26 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গত পাঁচ বছরে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে ১৫০টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন রেল কর্মকর্তা, মারাত্মক আহত হয়েছেন আরো ১৪ জন।

বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর রেলভবনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে করনীয় ঠিক করতে এক মতবিনিময় সভায় রেলমন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত পাঁচ বছরে পাথর নিক্ষেপে ট্রেনের প্রায় ২ হাজার জানালা ভেঙে গেছে। রেল বিভাগের পৌনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

রেল সচিব জানান, ৩৬টি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে যেসব এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে থাকে। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

মোফাজ্জেল হোসেন জানান, ১৯৯০ সালের রেল আইন অনুযায়ী, ১২ বছরের কম বয়সী বাচ্চারা যদি ট্রেনে পাথর নিক্ষেপ করে, সে ঘটনায় বাচ্চাদের মা-বাবারা দায়ী থাকবেন। এর দায় তাদেরকেই নিতে হবে। তিনি জানান, পাথর নিক্ষেপের জন্য ৫০ টাকা জরিমানার বিধান রয়েছে। এর পরিমাণ বাড়ানো যায় কিনা, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল সচিব বলেন, রেল লাইনের পাশে যেসব এলাকায় বস্তি রয়েছে, সেখানে পাথার নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/ইউজে/আইএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন