বিজ্ঞাপন

গাজায় স্থল অভিযানে ইসরাইলের ১১ সেনা নিহত

November 1, 2023 | 11:37 am

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এই সংঘর্ষে ৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এতে করে স্থল অভিযান এখন পর্যন্ত ১১ জন ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেল। খবর দ্য টাইমস অব ইসরাইল।

বিজ্ঞাপন

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়। নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট এরিয়েল রেইচ (২৪), কর্পোরাল আসিফ লুগার (২১), সার্জেন্ট আদি দানান, স্টাফ সার্জেন্ট হালেল সলোমন (২০), স্টাফ সার্জেন্ট এরেজ মিশলোভস্কি (২০), স্টাফ সার্জেন্ট আদি লিওন (২০), কর্পোরাল ইডো ওভাদিয়া (১৯), কর্পোরাল লিওর সিমিনোভিচ (১৯) এবং স্টাফ সার্জেন্ট রোই দাউই (২০)।

হামাসের ছোড়া একটি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র আইডিএফ’র সাঁজোয়া যানে আঘাত করলে গিভাতি ব্রিগেডের এই সেনারা নিহত হন। এ ঘটনায় আরও চারজন সেনা আহত হয়েছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিএফ জানিয়েছিল, গাজা উপত্যকায় পৃথক সংঘর্ষের সময় গিভাতি ব্রিগেডের দুইজন সেনা নিহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন