বিজ্ঞাপন

ইংলিশদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

November 4, 2023 | 2:04 pm

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ার পর এই ম্যাচকে অনেকেই ধরে নিয়েছিলেন সেমিফাইনাল কিংবা ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ যে এমন মূল্যহীন হয়ে পড়বে টুর্নামেন্টের সমীকরণে, সেটা হয়ত কেউ কল্পনাতেও ভাবেননি! পয়েন্ট তালিকার তলানিতে থাকা ইংল্যান্ডের সেমির আশা কার্যত শেষ হয়ে গিয়েছে আগেই। অন্যদিকে অস্ট্রেলিয়া এক পা দিয়েই রেখেছে সেমিতে। আহমেদাবাদে দুই দলের লড়াই ঘিরে উত্তাপটা হয়ত ছড়াবে নিজেদের মাঝে চিরপ্রতিদ্বন্দ্বীতার কারণেই। ধুঁকতে থাকা ইংলিশদের হারিয়ে সেমির টিকেট অনেকটাই নিশ্চিত করবে অজিরা নাকি দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখবে ইংল্যান্ড?

বিজ্ঞাপন

সেই লক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড,, স্টিভেন স্মিথ, মার্নার লাবুশেন, জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

বিজ্ঞাপন

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ডেভিড উইলি, মার্ক উড, আদিল রশিদ ও ক্রিস ওকস।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন