বিজ্ঞাপন

আফগানদের জয়যাত্রাকে ‘অঘটন’ মানতে নারাজ শাহিদি

November 6, 2023 | 7:19 pm

স্পোর্টস ডেস্ক

দুই বিশ্বকাপে অংশ নিয়ে মাত্র একটি জয়— আফগানিস্তানের বিশ্বকাপ পরিসংখ্যান ছিল এমনই সাদামাটা। তবে এবারের বিশ্বকাপে দেখা গেছে অন্য আফগানিস্তানকে। চারটি ম্যাচ জিতে সেমির দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন আফগানরা। নিজেদের শেষ দুই ম্যাচে জিতলেই ইতিহাস গড়ে সেমিতে যাবেন শাহিদি-রশিদরা, একটি জিতলেও সমীকরণের মারপ্যাঁচে নিশ্চিত হতে পারে সেমি।

বিজ্ঞাপন

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি বলেছেন, দলের এই রূপকথার যাত্রাকে ‘অঘটন’ হিসেবে মানতে নারাজ তিনি। আরও বলেছেন, কোনো দল তাদের হালকাভাবে নিলে তাদের হারতে হবে।

বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরেই বিশ্বকাপ শুরু হয় আফগানদের। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। পাকিস্তান, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে তারা। সমান আটটি পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানেরও। রানরেট ব্যবধানেই একটু পিছিয়ে আফগানরা।

আফগানিস্তানের এই জয়যাত্রাকে প্রায় সবাই ‘অঘটন’ হিসেবেই দেখছেন। তবে আফগান অধিনায়ক শাহিদি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘কোনোভাবেই একে অঘটন বলতে রাজি না। অঘটন তখন হয় যখন আপনি শেষ বলে জেতেন। দল হিসেবে আমরা যেকোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম। আমাদের শক্তিমত্তা অন্য সব দলের সমানই। কেউ যদি আমাদের হালকাভাবে নেয় তাহলে তারা অবশ্যই হারের স্বাদ পাবে।’

বিজ্ঞাপন

আফগানদের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস। প্রথমবারের মতো সেমিতে খেলার ব্যাপারে স্বপ্ন দেখেই চলেছেন শাহিদি, ‘আকাশ ছোঁয়াই আমাদের লক্ষ্য। অংশগ্রহণই বড় কথা, আফগান ক্রিকেটে সেদিন আর নেই। এই মুহূর্তে আমাদের লক্ষ্য সেমিতে খেলা। তবে বিশ্বকাপ জিতলে আমি বেশি খুশি হব! এমন না যে সেমিতে উঠলেই বলব যে এটাই যথেষ্ট। সেমিতে খেলা আমাদের জন্য বিশাল ব্যাপার।’

আগামীকাল মঙ্গলবার মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আফগানরা। এই ম্যাচেও দারুণ কিছু করার ব্যাপারে আশাবাদী শাহিদি। তিনি বলেন, ‘আমরা বেশি দূরে তাকাতে চাই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে হবে। এটাই এখন আমাদের একমাত্র চ্যালেঞ্জ।’

ওয়াংখেড়ে আগামীকাল অস্ট্রেলিয়াকেও কি চমকে দিয়ে সেমিতে এক পা দিয়ে রাখবে আফগানরা?

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন