বিজ্ঞাপন

সাকিব-শান্তর ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

November 6, 2023 | 8:59 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

পুরো টুর্নামেন্টের মতো আজও হতাশ করেছে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ। শুরুতেই ফিরেছেন তানজিদ হাসান তামিম। লিটন দাসও বেশিদূর এগুতে পারেননি। তবে শুরুতেই উইকেট হারিয়ে আজ অন্য দিনের মতো ভেঙে পড়েনি বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ব্যাটে এগুচ্ছে টাইগাররা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২৭৯ রান তোলেন লংকানরা। পরে শুরুতেই দুই উইকেট হারালেও বেশ সাচ্ছেন্দে এগুচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১৫৭ রান।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ২৭৯ রানের জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যর্থ তামিম আজ ফিরেছেন মাত্র ৯ রান করে। লিটন দাসও ফিরতে পারতেন সেই ওভারেই।

দিলশান মাদুশঙ্কার বলে ক্যাচ দিয়েছিলেন লিটন। শ্রীলংকান ফিল্ডার সেটা নিতে পারেননি। জীবন পেয়েও অবশ্য নিজের ইনিংস লম্বা করতে পারেননি লিটন। ২২ বলে ২৩ রান করে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার। এরপর দ্রুত আর এক-দুটি উইকেট পরে গেলে বড় বিপদেই পরে যেত বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান সেটা আজ হতে দেননি।

বিজ্ঞাপন

ব্যক্তিগত ৬ রানের মাথায় সাকিবও অবশ্য ক্যাচ তুলে দিয়েছিলেন। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে সাকিবের সেই ক্যাচটা নিতে পারেননি লংকান ফিল্ডার। জীবন পাওয়া সাকিব তারপর শান্তকে নিয়ে ধীরে ধীরে এগুচ্ছেন।

তৃতীয় উইকেট জুটিতে ১১৫ রান তুলে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন দুজন। নাজমুল হোসেন শান্ত ৭৫ বলে ৭১ রানে অপরাজিত। সাকিব ৪৬ বলে ৪৫ রানে অপরাজিত।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন