বিজ্ঞাপন

সাকিবের আবেদনে ম্যাথুসের অদ্ভূত আউট, যা বললেন আম্পায়ার

November 6, 2023 | 9:57 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ক্রিকেটে ‘টাইমড আউট’ আইনসিদ্ধ হলেও এর আগে কখনো কোনো ব্যাটার এভাবে আউট হননি। আজ সুযোগটা পেয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছে বাংলাদেশ। মাঠে নতুন ব্যাটার হিসেবে এসে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত না হওয়ার কারণে ম্যাথুসের বিরুদ্ধে ‘টাইমড আউটে’র আবেদন করেছিলেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির ৪০.১.১ ধারায় বলা হয়েছে, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। টাইমড আউট।’

চলতি বিশ্বকাপে তিন মিনিটের জয়গায় সময়টা কমিয়ে দুই মিনিট করা হয়েছিল। ম্যাথুস এই সময়ের মধ্যে বল খেলতে প্রস্তুত হতে পারেনি।

আজ সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটল স্টেডিয়ামে শ্রীলংকা ইনিংসের ২৪.২তম ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হয়ে গেলে ক্রিজে আসেন ম্যাথুস। ম্যাথুস উইকেটে গিয়ে দেখেন তার হেলমেটের স্ট্র্যাপে সমস্যা। নতুন হেলমেট আনার জন্য ইশারা করেন ম্যাথুস। নতুন হেলমেট আনেন অতিরিক্ত খেলোয়াড়। ততোক্ষণে দুই মিনিট পেরিয়ে গেছে।

বিজ্ঞাপন

ফলে ম্যাথুসের বিপক্ষে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। পরে আউট দিয়ে দেন আম্পায়ার।

পরে এই জটিল আউটের ব্যাখ্যা দিয়েছেন চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তিনি বলেন, ‘(এমন টুর্নামেন্টে) এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’

চতুর্থ আম্পায়ার ব্যাখ্যা করেন, ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। (ম্যাথুসের) এই ঘটনায় (হেলমেটের) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’

বিজ্ঞাপন

টাইমড আউট বিষয়ে ব্যাটারকেই সতর্ক থাকতে হবে বলেছেন হোল্ডস্টক, ‘ব্যাটসম্যান হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সব সরঞ্জাম ঠিকঠাক আছে। আপনাকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো প্রস্তুত থাকতে হবে, সেটা শুধু গার্ড (ক্রিজে দাঁড়ানো) নেওয়া নয়। ফলে কৌশলগতভাবে আসলে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যেই মাঠে চলে যেতে হবে, যেন বল খেলার জন্য তৈরি হতে পারেন।’

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন