বিজ্ঞাপন

শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে রইল বাংলাদেশ

November 6, 2023 | 10:45 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম সাত ম্যাচের ছয়টিতে হারা বাংলাদেশ আজ শ্রীলংকার বিপক্ষে হারলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার দৌড় থেকে অনেকটা ছিটকেই পড়ত। এমন সমীকরণে দাঁড়িয়ে শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আগে ব্যাটিং করে ২৭৯ রান তুলেছিল শ্রীলংকা। পরে দ্রুত দুই ওপেনারকে হারানো বাংলাদেশের শুরুটা আজও ভালো হয়নি। তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত তোলেন  ১৬৯ রান। শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে কয়েকটা উইকেট হারিয়ে চাপে পরেছিল অবশ্য বাংলাদেশ। তবে সাকিব-শান্তর অমন জুটির দিনে ম্যাচ হারতে হয়নি।

৫৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দৌড়ে ভালোভাবেই টিকে রইল বাংলাদেশ। এবারের বিশ্বকাপের সেরা আট দল খেলবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আজকের জয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এলো বাংলাদেশ। আট ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। আট ম্যাচে শ্রীলংকার পয়েন্টও ৪। তবে রান রেটের হিসেবে এগিয়ে গেছে বাংলাদেশ।

রান রেটে লংকানদের চেয়ে এগিয়ে আসতে হলে শ্রীলংকাকে আজ ৪১ ওভারের মধ্যেই হারাতে হতো বাংলাদেশের। শেষ দিকে এই হিসেব মিলাতে গিয়েই কিছু উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৮২ রান তুলে ফেলে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ২৭৯ রানের জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যর্থ তামিম আজ ফিরেছেন মাত্র ৯ রান করে। লিটন দাসও ফিরতে পারতেন সেই ওভারেই।

দিলশান মাদুশঙ্কার বলে ক্যাচ দিয়েছিলেন লিটন। শ্রীলংকান ফিল্ডার সেটা নিতে পারেননি। জীবন পেয়েও অবশ্য নিজের ইনিংস লম্বা করতে পারেননি লিটন। ২২ বলে ২৩ রান করে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার। এরপর দ্রুত আর এক-দুটি উইকেট পরে গেলে বড় বিপদেই পরে যেত বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান সেটা হতে দেননি।

ব্যক্তিগত ৬ রানের মাথায় সাকিবও অবশ্য ক্যাচ তুলে দিয়েছিলেন। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে সাকিবের সেই ক্যাচটা নিতে পারেননি লংকান ফিল্ডার। জীবন পাওয়া সাকিব তারপর শান্তকে নিয়ে ধীরে ধীরে এগিয়েছেন অনেকদুর। সেঞ্চুরির সম্ভবনা জাগিয়েছিলেন দুজনই। একজনও অবশ্য সেঞ্চুরির দেখা পাননি।

বিজ্ঞাপন

দলীয় ৩২তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টেনে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিব। বিশ্বকাপে আজ নিজের সেরা ইনিংসটা খেলেছেন সাকিব। ৬৫ বল খেলে ১২টি চার ২টি ছয়ে ৮২ রান করে আউট হয়েছেন। ম্যাথুসের পরের ওভারে ফিরেছেন শান্তও। ইনসাইড এজড হয়ে ফেরার আগে ১০১ বল খেলে ১২টি চারের সাহায্যে ৯০ রান করেন শান্ত।

রান রেটের হিসেব মিলাতে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ব্যাটিং অর্ডার পাল্টে উপরে পাঠানো হয়। মাহমুদউল্লাহকে পাঠানো হয় পাঁচে, মুশফিককে ছয়ে। মুশফিক সফল হতে পারেননি। তবে ফর্মে থাকা মাহমুদউল্লাহ ৩ চার ১ ছয়ে ২৩ বলে ২২ রান করে অবদান রেখেছেন। মুশফিক করেছেন ১৩ বলে ১০ রান।

শেষ দিকে তাওহিদ হৃদয় ৭ বলে দুই ছক্কায় ১৩ রান করে বাংলাদেশকে ৪১ ওভারের মধ্যেই জিতিয়েছেন। শ্রীলংকার হয়ে দিলশাত মাদুশঙ্কা তিন উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে চারিথ আশালাঙ্কার দারুণ এক সেঞ্চুরিতে ২৭৯ রানের স্কোর গড়ে শ্রীলংকা। শুরুতে বাংলাদেশ অবশ্য দারুণ বোলিং করেছে। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলংকার। অফস্টাম্পের বাইরে রাখা শরিফুল ইসলামের গুডলেন্থ বলে কিছুটা বাড়তি বাউন্স ছিল। ব্যাটের কানায় লেগে যায় প্রথম স্লিপে। তবে ঝাঁপিয়ে পড়ে এক হাতে সেই ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। ৫ বলে ৪ রান করেন পেরেরা। প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫ রান।

এরপর শুরুর ধাক্কা সামলে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যান পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস। জুটির পঞ্চাশ রান পূরণ করেন তারা। শুরুতে দেখে শুনে খেললেও ধীরে ধীরে খোলস ভাঙেন মেন্ডিসও। তানজিম হাসান সাকিনের বলে ছক্কা হাঁকিয়েই জুটির ফিফটি স্পর্শ করেন অধিনায়ক।

পাওয়ার প্লে শেষেই আঘাত হানেন টাইগার দলপতি। ১২তম ওভারে বল করতে এসে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব। শুরুতে দেখেশুনে খেলা মেন্ডিস আগের ওভারে তানজিম হাসান সাকিবকে ছক্কা হাঁকিয়ে খোলস ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন। পরের ওভারে সাকিবের ফুললেন্থ বলে লংঅন সীমানার উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। তবে ধরা পড়েছেন শরিফুল ইসলামের হাতে। ৩০ বলে ১টি করে চার ও ছক্কায় ১৯ রান করেন মেন্ডিস।

লংকান অধিনায়ক ফেরার পরের ওভারেই আরেক সেট ব্যাটার পাথুম নিসাঙ্কাকেও ফিরিয়েছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের অফস্টাম্পের বাইরে বলে খেলতে গিয়ে ইনসাইড-এজ হয়ে ফিরে গেছেন তিনি। ৩৬ বলে ৮টি চারের সাহায্যে ৪১ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।

এরপর সাদিরা সামাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা মিলে ৬৩ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। তবে দলীয় ১৩৫ রানে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪২ বলে ৪১ রান করে আউট হন সামাবিক্রমা। এরপর টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ২ মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউস সেটি হতে পারেননি। আর তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে টাইম আউট হন তিনি।

এরপর চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ধনাঞ্জায়া ডি সিলভা। দুজন মিলে ৭৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ২১৩ রানে ৩৬ বলে ৩৪ রান করে আউট হন ধানাঞ্জায়া। তারপর মাহিশ থিকশানাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আসালাঙ্কা। তবে দলীয় ২৫৮ রানে ৩১ বলে ২২ রান করে আউট হন থিকশানা। তবে একপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ১০১ বলে সেঞ্চুরি তুলে নেন আসালাঙ্কা।

এরপর দলীয় ২৭৮ রানে লঙ্কানদের জোড়া উইকেট তুলে নেন তানজিম সাকিব। ১০৫ বলে ১০৮ রান করে আউট হন আসালাঙ্কা। শেষ ব্যাটার হিসেবে চামিরা আউট হলে ৪৯ ওভার ৩ বলে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন