বিজ্ঞাপন

অবরোধে তল্লাশি শিথিলের সুযোগে ইয়াবা পাচার, গ্রেফতার ২

November 7, 2023 | 8:23 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবরোধ কর্মসূচির মধ্যে তল্লাশি শিথিল থাকার সুযোগে তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরে নিয়ে যাচ্ছিল।

বিজ্ঞাপন

সোমবার (৬ নভেম্বর) গভীর রাতে নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় কক্সবাজার থেকে আসা ট্রাকটি পুলিশের তল্লাশির মুখে পড়ে। এ সময় গ্রেফতার দুজনকে মঙ্গলবার (৭ নভেম্বর) আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার ট্রাকচালক রাকিব মোল্লা (২৯) এবং সহকারী আশরাফুল খানের (৩০) বাড়ি ফরিদপুর জেলায়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ইয়াবা নিয়ে একটি ট্রাক মইজ্যারটেক হয়ে শাহ আমানত সেতু অতিক্রম করে শহরে প্রবেশ করবে। গতকাল (সোমবার) বিকেল থেকেই আমরা মইজ্যারটেক চেকপোস্টে সতর্ক অবস্থান নিই। কিন্তু ট্রাকের দেখা আর মেলে না। রাতে আমরা কৌশল করে চেকপোস্ট সরিয়ে ভেতরে চলে যাই। তখন তথ্যানুযায়ী, ট্রাকটি মইজ্যারটেক এলে আমরা আটক করে তল্লাশি চালাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তখন ট্রাকের এক্সেলের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চালক ও তার সহকারী জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে তারা প্রথমে সোমবার দুপুরে পটিয়ায় এসে পৌঁছে। সেখানে ট্রাক রেখে মইজ্যারটেক পর্যন্ত এলাকায় পুলিশের অবস্থান রেকি করে। আমরা চেকপোস্ট সরিয়ে নেওয়ার পর তারা মইজ্যারটেক নিরাপদ ভেবে রাতে ট্রাক নিয়ে রওনা দেয়।’

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি আরও বলেন, ‘চলমান রাজনৈতিক অবরোধ কর্মসূচির মধ্যে সড়ক-মহাসড়কে আমরা পণ্যবাহী যানবাহনে তল্লাশি শিথিল করেছি। আমরা যানবাহনকে বরং সুন্দরভাবে চলাচলে সহযোগিতা করছি। তারা এই সুযোগটাই নিয়েছে। ট্রাকের মালিক হচ্ছে মূল ইয়াবা ব্যবসায়ী। তার আরও ৫/৬টি ট্রাক আছে। বাড়ি গাজীপুর জেলায়। ট্রাকগুলো কোনো পণ্য পরিবহন করে না। শুধুমাত্র কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকায় যায়। চালক-হেলপাররা ইয়াবা পাচারকারী হিসেবে কাজ করে।’

গ্রেফতার দু’জনের সঙ্গে মামলায় ট্রাকের মালিককেও আসামি করা হয়েছে বলে জানান ওসি জহির হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন