বিজ্ঞাপন

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় কমিউনিটি ক্লিনিকের সেবা

November 9, 2023 | 9:56 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম: চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্য সেবার প্রতীক হয়ে উঠেছে কুড়িগ্রামের কমিউনিটি ক্লিনিকগুলো। এখানে মিলছে শিশুসহ বিভিন্ন বয়সের দরিদ্র মানুষের সাধারণ স্বাস্থ্য সেবা, পরামর্শসহ বিনা পয়সায় বিভিন্ন সাধারণ রোগের প্রায় ২৭ প্রকারের ঔষধ। এই কমিউনিটি ক্লিনিকগুলো স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে গুরুত্বপুণ ভূমিকা পালনের কথা জানায় স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

সরকারি ছুটির দিন ছাড়া কমিনিটি ক্লিনিকের ভেতরে গেলেই দেখা মেলে অসংখ্য নারীর পাশাপাশি পুরুষের। কেউ কেউ কোলের শিশুর সমস্যা আবার কেউ নিজেদের সদস্যা নিয়ে এসেছেন চিকিৎসা সেবা নিতে। সেবা নিতে এসেছেন গর্ভবতী নারীরাও। কুড়িগ্রাম সদর উপজেলার নদ-নদী বেষ্টিত যাত্রাপুর ইউনিয়ন পরিষদের পাশে স্থাপন করা ঘনেশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের মতো এমন দৃশ্য জেলার সবগুলো ক্লিনিকের। টাকা খরচ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা শহরের হাসপাতালে গিয়ে হয়রানি হওয়ার বদলে এখানে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি তারা।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গোয়ালী পাড়া গ্রামের রহিমা বেগম বলেন, ‘এখানে ক্লিনিক হওয়ায় আমাদের ভালো হয়েছে। এখন আর কুড়িগ্রাম যেতে হয় না। যেকোনো অসুখ হলে ক্লিনিকে দেখিয়ে ঔষুধ নিতে পারি।’

একই ইউনিয়নের চর যাত্রাপুর এলাকার রমিচা বলেন, ‘আগে কোনো অসুখ হলে কুড়িগ্রামের হাসপাতালে যেতে হতো। সেখানে দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে হয়রানীর শিকার হতে হতো। তারপরও অনেক সময় ডাক্তারের দেখা পাওয়া যেতো না। এখন ক্লিনিকে আমরা চিকিৎসা নিচ্ছি। বিনা টাকায় ঔষুধ পাচ্ছি। আমাদের চরের মানুষের জন্য ভালো হয়েছে। শুধু সাধারণ স্বাস্থ্য সেবা আর ঔষধ দেওয়া নয়, এখন গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিও করানো হচ্ছে অনেক ক্লিনিকে।’

বিজ্ঞাপন

অন্যদিকে ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মানুষ খুব সহজেই কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা পাওয়ার কথা জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রভাইডার উম্মে কুলসুম বলেন, ‘আমরা ক্লিনিক থেকে রোগীদের সাধারণ সেবার পাশাপাশি রোগ অনুযায়ী ২৮ প্রকারের ঔষুধ দিচ্ছি। পাশাপাশি এখানে নরমাল ডেলিভারিও করানো হচ্ছে।’

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা দোড়গোড়ায় পৌছায় দিতে এ জেলার কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের ৯ উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ২৯৫টি। স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রত্যেক ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার, একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী রয়েছেন।

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন