বিজ্ঞাপন

রাঙামাটিতে বাসের ধাক্কায় নিহত ২, চট্টগ্রাম থেকে চালক গ্রেফতার

November 9, 2023 | 12:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙামাটি: জেলা শহরের ভেদভেদী বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার দুই যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে চালক নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রাঙামাটির অভিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘাতক বাসের ফিটনেস ছিল কিনা, এটা ব্যাপারে বিআরটিএর অভিজ্ঞদের সহায়তা নেওয়া হবে। বাস চালকের কোনো ত্রুটি ছিল কিনা সেটি খতিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘাতক বাসচালক ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকে। সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্বকোদালার কবির আহাম্মদের ছেলে। আসামিকে গ্রেফতার করতে রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম সেল ও কোতোয়ালি থানার একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

প্রেস ব্রিফিংয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম ও কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিনসহ অন্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশের প্রিজন ভ্যানে বাস চালক সাংবাদিকদের জানায়, ঘটনার সময় বাসটি ব্রেকফেল করেছিল।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হন আরও চারজন।

নিহতরা হলেন- পরী চাকমা (৪৮) ও গুরিমিলে চাকমা (৫০)। আহতরা হলেন- পিন্টু চাকমা (২২), রিপন চাকমা (৪০), রিকন চাকমা (২৬) ও পরি চাকমা (৪৮)। হতাহতরা সকলেই রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে অটোরিকশা চালক পিন্টু চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী তিনজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে।

ঘটনার পরদিন রোববার রাতে দুর্ঘটনায় নিহত গুরিমিলে চাকমার (৫০) ছোট ভাই আপন চাকমা (৩৮) বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় কেবল বাস চালক নুরুল আবছারকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন