বিজ্ঞাপন

শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাল আ.লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল

November 10, 2023 | 10:00 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ১৯৮৭ সালে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাহাউদ্দীন নাসিম, আহম্মদ হোসেন, গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ নূর হোসেনের সংগঠন যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, শহীদ নূর হোসেন সংসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, আওয়ামী শিল্পী গোষ্ঠী ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ, বাংলাদেশ কমিউনিটি পার্টি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনইউ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন